সহস্রাংশু
বানান বিশ্লেষণ:
স্+অ+হ্+অ+
স্+র্+আ+ং+শ্+উ
উচ্চারণ:
ʃɔ.ɦos.sraŋ.ʃu (শ.হোস্.স্রাঙ্.শু)।
শব্দ-উৎস:
সংস্কৃত
সহস্রাংশু>বাংলা
সহস্রাংশু।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
সহস্র {সহস্ + র} +অংশু {√অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু), কর্তৃবাচ্য}
সহস্র+অংশু=সহাস্রাংশু [সন্ধি]
সহস্র অংশু যাহার/ বহুব্রীহি সমাস।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {|
নক্ষত্র
|
মহাকাশীয় বস্তু
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
সহস্র (বহু অর্থে) অংশু (আলো)
ধারণ করে, এই অর্থে সূর্য নামক নক্ষত্রের অপর নাম সহস্রাংশু।
[দেখুন
:
সূর্য
[জ্যোতির্বিজ্ঞান]
সমার্থক শব্দাবলি:
বিভিন্ন রূপকার্থে এবং হিন্দু পৌরাণিক কাহিনির সূত্রে সূর্যদেবতা এবং তার সমার্থক
শব্দাবলিও অনেক সময় সূর্য নামক নক্ষত্রকেই বুঝানো হয়। এই বিচারে সূর্যের সমার্থক
শব্দের তালিকা দীর্ঘ। সূর্যের যে সকল অর্থ বাংলাভাষায় অল্প-বিস্তর ব্যবহৃত হয়ে থাকে, তার
তালিকা নিচে দেওয়া হলো।
অংশু, অংশুধর, অংশুপতি, অংশুবাণ, অংশুভর্তা, অংশুমৎ, অংশুমান, অংশুমালী, অংশুহস্ত, অঞ্জিষ্ঠ, অম্বরীষ, অরুণ, অর্ক, অর্চিষ্মান, অর্যমা, অশীতকর, অশীতমরীচি, অহঃপতি, অহকান্ত, অহপতি, অহর্পতি, অহর্মণি, অহস্কর, অহিমকর, অহিমকিরণ, অহিমতেজা, অহিমদীধিতি, অহিমময়ূখ, অহিমরশ্মি, অহিমাংশু, আদিত্য, আফতাব, ইতু, উষ্ণকর, উষ্ণকিরণ, উষ্ণদীধিত, উষ্ণরশ্মি, উষ্ণাংশু, ঊষাপতি, কমলিনীকান্ত, কমলিনীনায়ক, কাশ্যপেয়, কিরণমালী, খমণি, খরকর, খরাংশু, গভস্তিপাণি, গভস্তিমান, গভস্তিহস্ত, গ্রহপতি, গ্রহরাজ, গ্রহাধীশ, চিত্রভানু, চিত্ররথ, জগচ্চক্ষু, জ্যোতিষ্মান, তপন, তমোঘ্ন, তমোহর, তমোরি, তমোহা, তাপন, তিমিরনাশক, তিমিররিপু, তিমিরারি, ত্বিষাম্পতি, দিনকর, দিননাথ, দিনপতি, দিনমণি, দিনেশ, দিবাকর, দিবানাথ, দিবাবসু, দিবামণি, দ্বাদশাত্মা, দ্যুমণি, ধামকেশী, ধামনিধি, ধ্বান্তারাতি, ধ্বান্তারি, নভশ্চক্ষু, পদ্মপাণি, পূষা, প্রদ্যোতন, প্রভাকর, বসু, বিকর্তন, বিবস্বান, বিভাকর, বিভাবসু, বিরোচন, বীতিহোত্র, ভানু, ভানুমান, ভাস্কর, ভাস্বান, ময়ূখমালী, মরীচিমালী, মার্তণ্ড, মিত্র, মিহির, রবি, রসাধার, লোলার্ক, শূর, সপ্তসপ্তি, সপ্তাশ্ব, সপ্তাশ্ববাহন, সবিতা, সহস্রকর, সহস্রকিরণ, সহস্ররশ্মি, সহস্রাংশু, সুতপা, সুযাত্র, সুর, সুরজ, সুরয, সুরুজ, সুরোত্তম, সূর্য, হরিতাশ্ব, হরিদশ্ব, হিরণ্যরেতাঃ।
ইংরেজি: sun।
সূত্র :