সন্তান
বানান বিশ্লেষণ: স্+অ+ন্+ত্+আ+ন্+অ
উচ্চারণ:
ʃɔn. t̪ɔn (শন্.তান্)
শব্দ-উৎস: সংস্কৃত সন্তান> বাংলা সন্তান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সম-
তন্  (বিস্তার করা) + অ (ঘঞ্), ভাববাচ্য, ক্লীবলিঙ্গ
পদ: বিশেষ্য
অর্থ: যার দ্বারা বংশের বিস্তার ঘটে।
সমার্থক শব্দাবলী: অপত্য, বংশধর
সূত্র: