উপাসক
বানান বিশ্লেষণ : উ+প্+আ+শ+অ+ক্+অ
উচ্চারণ :
u.paʃɔk (উ.পা.শক্)।
শব্দ-উৎস: সংস্কৃত উপাসক> বাংলা উপাসক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: উপ -
আস্ (স্থিত) + অক (ণ্বুল), কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ

অর্থ: যে উপাসনা করে।
সমার্থক শব্দাবলি: উপাসকপূজক
বিপরীতার্থক শব্দ: উপাসিকা (স্ত্রীলিঙ্গার্থে)
সূত্র: