উষ্ম
বানান বিশ্লেষণ: উ+শ্+ম্+অ
উচ্চারণ:
uʃ.mo (উশ্‌.মো)
শব্দ-উৎস: সংস্কৃত উষ্ম> বাংলা উষ্ম
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: উষ্মা
উষ্ (ঈষৎ উষ্ণ) + ম (মক্), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ:
যা ঈষৎ গরম।
সমার্থক শব্দ: উষ্ণ, উষ্ম।