ভাগীদারি
বানান বিশ্লেষণ: ভ্+আ+গ্+ই+দ্+আ+র্+ই
উচ্চারণ:
bʰa.gi.d̪a.ri
(ভা.গি.দা,রি)
শব্দ-উৎস:
সংস্কৃত ভাগী
+ফার্সি
دار
দার=ভাগীদার+
ই,
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√ভজ্
(ভাগ
করা) +ইন্
(ণিনি)=ভাগিন্>ভাগী
+ফার্সি
দার
(অধিকারী
অর্থে)
=অংশীদার+
ঈ
(সম্বন্ধ
অর্থে)
পদ:
বিশেষণ
অর্থ:
অংশের অধিকার বা মালিকানা
সমার্থক শব্দাবলি: অংশীদারি,
ভাগীদারি।
ইংরেজি:
partnership।