যোগাযোগ
বানান বিশ্লেষণ: য্+ও+গ্+আ+য্+ও+গ্+অ।
উচ্চারণ:
ɟo.ga.ɟog  (জো.গা.জোগ্)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা } অর্থ : একটি সত্তার সাথে অন্য একটি সত্তার যুক্ত থাকা বা হওয়াটা একটি ঘটমান দশা। একই ভাবে দুটি সত্তা পরস্পর থেকে বিযুক্ত হওয়াটাও একটি ঘটমান দশা। এরূপ দুটি দশার পুনপুন পরিবর্তনের মধ্য দিয়ে যোগাযোগ ঘটে। ধরা যাক, একজন মানুষ অন্য একজন মানুষের পরস্পরের কাছে এলো। এটা হবে উভয়ের জন্য যুক্ত দশা। যতক্ষণ এরা যুক্ত থাকবে, ততক্ষণ একটি স্থায়ী সংযোগ থাকবে। কিন্তু লোক দুটি পরস্পরের সাথে কিছু সময় যুক্ত থাকার পর বিচ্ছিন্ন হয়ে গেলো। এর ফলে উভয়ের ভিতরে অযোগ দশার সৃষ্টি হবে। যদি লোক দুটির ভিতরে বারবার এরূপ যোগ ও অযোগ দশায় চলতে থাকে, তবে তাকে বলা হবে যোগাযোগ।
সূত্র: