|
১৮৯৫ খ্রিষ্টাব্দের ১০ ফেব্রুয়ারিতে প্রকাশিত বার্লিনারের গ্রামোফোন রেকর্ড |
![]() |
এডিসনের সমতলীয় রেকর্ড |
এই তিন ধরনের কালোবর্ণের
রেকর্ড ১৯০৩ খ্রিষ্টাব্দ থেকে ১৯০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তৈরি হতো জার্মানির
হ্যানোভার থেকে।
এসব রেকর্ডের এক পিঠে গান থাকতো। অপর পিঠ থাকতো ফাঁকা। ১৯০৭
খ্রিষ্টাব্দের ডিসেম্বর পর্যন্ত এ সকল রেকর্ডে থাকতো 'রেকর্ডিং পরি' ছোটো
মনোগ্রাম। এ সকল রেকর্ড বাজারজাত করতো- গ্রামোফোন এন্ড টাইপরাইটার লিমিটেড। কিন্তু
১৯০৮ খ্রিষ্টাব্দের শুরুর দিকে এই রেকর্ড প্রকাশের বিষয়টি চলে যায় গ্রামোফোন রেকর্ড
কোম্পানি লিমিটেডের অধীনে। সে সময় এ সকল রেকর্ডে লেখা থাকতো 'মেড ইন জার্মানি'।
১৯০৮ খ্রিষ্টাব্দে গ্রামোফোন কোম্পানি কলকাতার শিয়ালদহের ১৩৯ বেলেঘাটা সড়কে রেকর্ড
উৎপাদনের জন্য কারখানা স্থাপিত হয়। এসকল রেকর্ডে তৈরির স্থানের নাম হিসেবে থাকতো-
'মেড ইন ক্যালকাটা'। কলকাতা থেকে রেকর্ড প্রকাশের ফলে রেকর্ডের মূল্যও কমে যায়।
১৯১০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে
সূত্র:
The Gramophone Company's First Indian
Recordings (1899-1908)/Michaet Kinnear