১৮৮৯ খ্রিষ্টাব্দে ইমাইল বার্লিনার (
Emile Berliner) নামক জনৈক মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রথম সঙ্গীতের রেকর্ড বিপণন শুরু করে। এই রেকর্ডের ব্যাস ছিল ৫ ইঞ্চি। এই রেকর্ডগুলো তিনি ইউরোপের জন্যই তৈরি করা হতো। প্রথমদিকে খেলনাযন্ত্রের সাথে এই রেকর্ডগুলো বাজানোর জন্য তৈরি হতো।
![]() |
জেনোফোন কোম্পানির প্রথমদিককার রেকর্ড |
১৮৯২ খ্রিষ্টাব্দে তিনি ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বিপণনের জন্য একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তখন এর নাম দেওয়া হয়েছিল
United States Gramophone Company । এই কোম্পানির তত্ত্বাবধানে প্রথম রেকর্ড বাজারজাত হয় ১৮৯৪ খ্রিষ্টাব্দে। এই রেকর্ডগুলোর ব্যাস ছিল ৭ ইঞ্চি। তখন এই রেকর্ডের উপর লেবেল লাগানো হতো Berliner Gramophone হিসেবে। ১৮৯৭ খ্রিষ্টাব্দে উইলিয়াম ব্যারি ওয়েন (William Barry Owen), ইমাইল বার্লিনারের ব্যবসার সাথে যুক্ত হন এবং UK Gramophone Company প্রতিষ্ঠা করেন। ১৯০০ খ্রিষ্টাব্দে উইলিয়াম ওয়েন Lambert Typewriter Company তৈরির অধিকার লাভ করেন। এই সূত্রে এই কোম্পানির নাম হয় Gramophone & Typewriter Ltd. । অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শাখার অবনতি হলে, কলাম্বিয়া রেকর্ডস এবং জোনোফোন এই শাখাকে কিনে নেয়। এর ভিতর গ্রামোফোন টকিং মেশিন তৈরিকারক এল্ড্রি আর জনসন ( Eldridge R. Johnson) নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই নামকরণ করা হয় Victor Talking Machine Company ।
সূত্র:
বাঙালির কলের গান/আবুল আহসান চৌধুরী। বেঙ্গল পাবলিকেশান্স লিমিটেড। নভেম্বর ২০১২।