জোনোফোন রেকর্ড
প্রখ্যাত রেকর্ড কোম্পানি। ১৮৯৯ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্রদেশের ক্যামডেন শহরে ফ্রাঙ্ক সিম্যান এই রেকর্ড কোম্পানি স্থাপন করেছিলেন।
 

১৮৮৯ খ্রিষ্টাব্দে ইমাইল বার্লিনার (Emile Berliner) নামক একজন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রথম সঙ্গীতের রেকর্ড বিপণন শুরু করে। এই রেকর্ডের ব্যাস ছিল ৫ ইঞ্চি। এই রেকর্ডগুলো তিনি ইউরোপের জন্যই তৈরি করা হতো। প্রথমদিকে খেলনাযন্ত্রের সাথে এই রেকর্ডগুলো বাজানোর জন্য তৈরি হতো।
 

গ্রামোফোন কোম্পানির প্রথমদিককার রেকর্ড

১৮৯২ খ্রিষ্টাব্দে তিনি ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বিপণনের জন্য একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তখন এর নাম দেওয়া হয়েছিল United States Gramophone Company। এই কোম্পানির তত্ত্বাবধানে প্রথম রেকর্ড বাজারজাত হয় ১৮৯৪ খ্রিষ্টাব্দে। এই রেকর্ডগুলোর ব্যাস ছিল ৭ ইঞ্চি। তখন এই রেকর্ডের উপর লেবেল লাগানো হতো Berliner Gramophone হিসেবে। ১৮৯৭ খ্রিষ্টাব্দে উইলিয়াম ব্যারি ওয়েন (William Barry Owen), ইমাইল বার্লিনারের ব্যবসার সাথে যুক্ত হন এবং UK Gramophone Company প্রতিষ্ঠা করেন। ১৯০০ খ্রিষ্টাব্দে উইলিয়াম ওয়েন Lambert Typewriter Company তৈরির অধিকার লাভ করেন। এই সূত্রে এই কোম্পানির নাম হয় Gramophone & Typewriter Ltd.। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শাখার অবনতি হলে, কলাম্বিয়া রেকর্ডস এবং জোনোফোন এই শাখাকে কিনে নেয়। এর ভিতর গ্রামোফোন টকিং মেশিন তৈরিকারক এল্ড্রি আর জনসন (Eldridge R. Johnson) নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই নামকরণ করা হয় Victor Talking Machine Company

১৯০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতে রেকর্ডের একচেটিয়া ব্যবসা ছিল গ্রামোফোন রেকর্ড কোম্পানির হাতে। ১৯০৮ থেকে ১৯১০ খ্রিষ্টাব্দের ভিতরে বেশকিছু ইউরোপীয় রেকর্ড কোম্পানি, ভারতের রেকর্ডের বাজার দখলের প্রতিযোগিতায় নামে। এদের মাধ্যমে ভারতীয় রেকর্ডের বাজারে আত্মপ্রকাশ করে বেকা রেকর্ড, ওডেন রেকর্ড, নিকোলে রেকর্ড, রাম-এ-ফোন ডিস্ক রেকর্ড, জেমস ডিস্ক রেকর্ড, সিঙ্গার রেকর্ড এবং সান ডিস্ক রেকর্ড। এর ভিতরে স্বল্প দামে সান ডিস্ক রেকর্ড বাজারে এলে, এদের রেকর্ড প্রচুর বিক্রয় হয়। এই সময় এদের উভপার্শ্বিক রেকর্ড বিক্রয় হতো ২ টাকায়। সে সময় এই মানের অন্যান্য কোম্পানির রেকর্ড বিক্রয় হতো ৩ টাকা বা তার বেশি দামে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য গ্রামোফোন কোম্পানি জেনোফোন লেবেলে তাদের রেকরড বিক্রয় শুরু করেছিল ২ টাকায়। ১৯১৪ খ্রিষ্টাব্দের ভিতরে মূল্য কমের বিচারে জোনোফোন রেকর্ড শীর্ষে চলে গিয়েছিল। এদের এন-১ সিরিজের রেকর্ডগুলো ছিল ১০ ইঞ্চি এবং ভি-১ সিরিজের রেকর্ড ছিল ১২ ইঞ্চি মাপের।

 



সূত্র: