এশিয়ান দেশ
এমন একটি প্রশাসনিক
অঞ্চল, যা সুনির্দিষ্ট কোনো মানবগোষ্ঠীর নিজস্ব আইনের অধীনে থাকে এবং নিজেদের
বিধি অনুসারে ওই অঞ্চলে নিজেদের প্রশাসনিক সকল কর্মকাণ্ড পরিচালনা করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
| { এশিয়ান দেশ ।
দেশ ।
প্রশাসনিক অঞ্চল |
আঞ্চলিক স্বশাসিত এলাকা |
অঞ্চল|
অবস্থান |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
ইংরেজি:
Asian country, Asian nation
ব্যাখ্যা:
দেশকে নানাভাগে ভাগ করা হয়। এর ভিতরে মহাদেশ ভিত্তিক একটি পরিচয় হলো এশিয়ান
দেশ।