মনোভাব
কোনো বিষয় সম্পর্কে গভীর অনুভবের এবং বিশ্বাসের সূত্রে যে মনোগত
দিকনির্দেশনার উদ্ভব ঘটে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ মনোভাব | প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
attitude, mental attitude
ব্যাখ্যা: মনোভাব থেকে মানুষের মনে সৃষ্টি হয়, বিষয়ভিত্তিক আগ্রহ বা
প্রবণতা।(orientation)
: কোনো বিষয় সম্পর্কে গভীর অনুভব এবং বিশ্বাসের সূত্রে,
ওই বিষয়ের প্রতি গড়ে উঠা ঝোঁক বা অনুরক্ততা।