বিজ্ঞত্ব
জ্ঞান বা অভিজ্ঞতা বা বোধগম্য বিষয় ব্যবহার করে যথোচিত ফল লাভ করার সামর্থ্য।

ঊর্ধ্বক্রমবাচকতা { বিজ্ঞত্ব  | ব্যবহারিক জ্ঞান | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: wisdom, sapience

ব্যাখ্যা: মানুষ জ্ঞানের ভিতর দিয়ে কিছু করার ক্ষমতা অর্জন করে। এই ক্ষমতাকেই বলা হয় কাজ করার সক্ষমতা বা কর্মক্ষমতা। ব্যবহারিক ক্ষেত্রে জ্ঞান বা অভিজ্ঞতার ভিতর দিয়ে জন্মে বিজ্ঞত্ব। এক্ষেত্রে ভালোমন্দের বিচারে প্রকাশ পায় সদ্বিবেচনা।