সদ্বিবেচনা
কোনো বিষয় বুঝতে পারা এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে তুলনামূলক বিচার করে সিদ্ধান্ত নেওয়া।

ঊর্ধ্বক্রমবাচকতা { সদ্বিবেচনা | বিজ্ঞত্ব | ব্যবহারিক জ্ঞান |  কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি:  sagacity, sagaciousness, judgment, judgement, discernment

ব্যাখ্যা: ভালমন্দের বিচার করে যথাযথ কাজ করার ভিতরে পাওয়া যায় সাধারণ জ্ঞানের পরিচয়।