ছন্দ
ধ্বনিগত দোলার সমষ্টিগত রূপ।
ঊর্ধ্বক্রমবাচকতা {| ছন্দ |
দোলা |
শব্দলক্ষণ গুণ
|
লক্ষণগুণ |
সত্তাগুণ
|
বিমূর্তন|
বিমূর্ত-সত|
সত্তা|}
ইংরেজি: rhythmicity।
ব্যাখ্যা: শব্দের অভিঘাতে শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে দোলার
সৃষ্টি করে। যখন অনেকগুলো দোলা গুচ্ছবদ্ধ হয়ে একটি বড় একক দোলার তৈরি করে তখন তাকে
ছন্দ বলে। প্রতিটি ছন্দের ভিতরে সম সময়ে অভিঘাতযুক্ত দোলা হলো-মাত্রা।
-
তাল
(rhythmicity):
সমসময়ে সমপ্রকৃতির ছন্দের আবর্তন হলো তাল।