তাল
সম-সময়ে সমপ্রকৃতির ছন্দের আবরতনকে তাল বলা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{তাল |ছন্দ |
দোলা
|
সাঙ্গীতিক সময় |
সময় |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ব্যাখ্যা: তাল নির্ধারিত হয় কিছু বৈশিষ্ট্যের দ্বারা।
যেমন-
-
সুনির্দিষ্ট ছন্দ প্রকৃতি: ছন্দ-প্রকৃতি হলো-ছন্দের দোলাসমূহের বিন্যাস
প্রকৃতি। যেমন ৩।৩ ছন্দ হলো একটি ছন্দ।
-
সমসময়: ছন্দের প্রবাহ বা চলন একটি সুনির্দিষ্ট সময় মান অনুসরণ করবে।যদি ৩।৩ ছন্দ প্রকৃতির গতি প্রতি সেকেন্ডে ১ সম্পন্ন হয়, তাহলে প্রতিবার এই সময়ে তা সম্পন্ন হবে। এক্ষেত্রে ৩।৩ ছন্দই শুধু নয়, এর ভিতরের দোলা বা মাত্রাগুলোই একই সময় পরিমাপে সচল থাকবে।
-
আবর্তন: তালের ছন্দ-প্রকৃতি আবর্তিত হবে। মূলত এই আবর্তনই কাব্যের ছন্দকে তালে পরিণত করবে।
তালের প্রথম মাত্রাকে সম বলা হয়। সম থেকে সমে ফিরে আসাকে
আওর্দা বলা হয়। সমকে তালের গ্রহ কলা বলা হয়।