কম্পিউটার গূঢ়লিপি
তথ্যের প্রতীকী তথ্য ও নির্দেশনা অনুসারে কম্পিউটার পরিচালিত হয়। এ সকল নির্দেশনা
সমূহের সমন্বয়ে তৈরি কম্পিটার প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে লিখিত রূপ হলো কম্পিউটার
গূঢ়লিপি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ কম্পিউটার গূঢ়লিপি |
গূঢ়লিখন পদ্ধতি |
লিখন |
লিখিত যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা|
সত্তা|}
ইংরেজি:
computer code
ব্যাখ্যা: মানুষ তার মনের ভাব প্রকাশ করে থাকে কিছু
সহজাত প্রতীকের মধ্য দিয়ে। এর দ্বারা তৈরি হয় প্রাকৃতিক ভাষা। এই ভাষা একটি বিশেষ
অঞ্চলের বসবাসকারী মানুষ নিজেদের মধ্যে ব্যবহার করে থাকে। এর বাইরে গোপন বার্তা বা
সংক্ষেপে বার্তা প্রকাশ করার জন্য নানা ধরনের প্রতীকী ধ্বনি বা চিত্র ব্যবহার করে
থাকে। যখন কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষ অর্থবহ সঙ্কেতে লেখা হয়, তখন তা
গূঢ়লিখন পদ্ধতি হিসেবে বিবেচিত হবে।
কম্পিউটার গূঢ়লিখন
(computer code)
তৈরি হয় কম্পিউটারের কার্যক্রম পরিচালনার জন্য। এটি এক ধরনের
কৃত্রিম ভাষা। বিভিন্ন প্রয়োজনে কম্পিউটার গূঢ়লিখন নানাভাবে সাজানো হয়ে থাকে।