নালীপথ
কোনো বস্তু (গ্যাসীয়, তরল বা কঠিন) শরীরে প্রবেশ-নিষ্ক্রমণের জন্য ব্যবহৃত নলাকার পথ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ নালীপথ |
প্রবেশ-নির্গমন পথ |
শারীরিক গঠন |
দেহাংশ |
খণ্ডাংশ |
স্বতন্ত্র সত্তা |
দৈহিক সত্তা |
সত্তা }
ইংরেজি:
(duct, epithelial duct, canal, channel)
ব্যাখ্যা: কোনো বস্তু (গ্যাসীয়, তরল বা কঠিন) শরীরের প্রবেশ-নিষ্ক্রমণের
জন্য নানা ধরনের নলাকার পথ রয়েছে। যেমন-পায়ুপথ, যোনিপথ ইত্যাদি।