প্রতীক-প্রতিম
কোনো বিষয়বস্তুকে প্রতীক হিসেবে
উপস্থাপনের জন্য বিশেষ ধরনের নকশা বা দৃশ্যমান লক্ষ্যবস্তু।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ প্রতীক-প্রতিম |
কারুকাজ |
অলঙ্করণ সামগ্রী |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
emblem
ব্যাখ্যা: নানা ধরনের প্রতীক-প্রতীম লক্ষ্যবস্তু হতে পারে। যেমন- টোটেম