বহিঃক্ষরা গ্রন্থি
যে গ্রন্থি থেকে ক্ষরিত রস দেহের
বাহিরে নিঃসারিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
বহিঃক্ষরা গ্রন্থি |
গ্রন্থি |
অঙ্গ
|
দেহাংশ
|
খণ্ডাংশ
|
স্বতন্ত্র সত্তা
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
exocrine gland, exocrine, duct gland।
ব্যাখ্যা: বহিঃক্ষরা
গ্রন্থি নানা ধরনের হতে পারে। যেমন-
-
স্তন্যগ্রন্থি
(mammary gland, mamma):
স্তন্যপায়ী প্রাণীর যে গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসারিত হয়।