পালক তাল
যে সকল তালজাতীয় বৃক্ষের পাতার ফলক
পাখির পালকের মতো প্রসারিত হয়ে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ পালক তাল | তালজাতীয়
বৃক্ষ | বৃক্ষ |
কাষ্ঠ-উদ্ভিদ |
ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
feather
palm
ব্যাখ্যা: পালক তাল জাতীয় বৃ্ক্ষের গঠন প্রকৃতি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
যেমন-
-
গুবাক শ্রেণি
(areca):
গ্রীষ্মমণ্ডলীয় তালজাতীয় বৃক্ষ, যাদের ডিমের মতো ফল হয়।