মৎস
জলচর এমন প্রাণী, যারা ঝিল্লির সাহায্যে শ্বাসগ্রহণকারে, দেহকাঠামো অস্থি বা তরুণাস্থিযুক্ত এবং সাধারণত যেদের শীতলরক্ত রয়েছে।
ঊর্ধ্বক্রমবাচকতা {
মৎস্য | জলজ মেরুদণ্ডী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
fish
ব্যাখ্যা: মৎসের প্রকৃতি অনুসারে নানাভাগে ভাগ করা হয়ে থাকে।