জ্ঞান প্রক্রিয়া
জ্ঞান আহরণ, গ্রহণ এবং এর ভিতর দিয়ে উৎকৃষ্ট ফলাফল অন্বেষণের প্রক্রিয়া।
ঊর্ধ্বক্রমবাচকতা {প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: process, cognitive process, mental process, operation, cognitive operation

ব্যাখ্যা: মানুষ যে কোনো কার্যক্রমে জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা ব্যবহার করে। এই কার্যক্রমে মানুষের মনোজগতে যে প্রক্রিয়া চলে, তাই হলো জ্ঞান প্রক্রিয়া। কিছু মানুষ সাধারণ ভাবনার বাইরে গিয়ে নতুন নতুন বিষয় নিয়ে ভাবে। এই ভাবনা থেকে জন্ম নেয় জ্ঞান স্তর। যেমন-