সামান্যীকরণ  
একটি মৌলিক ভাবনা, যা সত্য হিসাবে গৃহীত হয় এবং যা যুক্তি বা আচরণের ভিত্তি হিসাবে গ্রহণ করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {সামান্যীকরণ  | ভাবনা | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |
ইংরেজি:
generalization, generalisation, generality
ব্যাখ্যা:
নানা ধরনের ভাবনার সামান্যীকরণের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত থেকে তৈরি হয় বিধি।