অর্থহীন কথা
যে কথা শুনে মনে হয় কিছু অর্থ প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো অর্থ বহন করে না।
ঊর্ধ্বক্রমবাচকতা { অর্থহীন কথা | অর্থহীন বার্তা | বার্তা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: gibberish, gibbe

 

ব্যাখ্যা: অর্থহীন কথা নানা উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।

১. যে কথা শুনে মনে হয় কিছু অর্থ প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো অর্থ বহন করে না। অংবং হলো- অর্থহীন কথার একটি প্রকরণ। নিজের অপারগতা ঢাকার জন্য কিছু অর্থহীন শব্দ দিয়ে উদ্দেশ্য পূরণের চেষ্টা করাকে অংবং বলা হয়। যেমন- অনেক সময় পূজার মন্ত্র ঠিকমতো না জেনে, কোনো পুরোহিত সংস্কৃত উচ্চারণের মতো কিছু উচ্চারণ করে পূজার কাজ করে থাকে। এই জাতীয় মন্ত্রপাঠকে ব্যাঙ্গারথে অংবং বলা হয়।

 

২. অর্থহীন বাক্য বা কথা কোনো কাজের অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে অর্থহীন বাক্যটি নিজের অপারগতা ঢাকার জন্য ব্যবহৃত হয় না। যেমন যাদুমন্ত্র। এই মন্ত্রের কোনো শক্তি আছে কি নাই সেটা বিবেচ্য নয়। তারচেয়ে বড় কথা যাদুকর এটা ব্যবহার করেন। ইংরেজিতে একে বলা হয় abracadabra