সততা
যথাযথ ন্যায়পরাণয়তা অনুসরণ করা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সততা
| ন্যায়পরাণয়তা
| নৈতিকতা
| বৈশিষ্ট্য-গুণ |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
ইংরেজি:
honesty, honestness
ব্যাখ্যা: যথার্থ ন্যায়পরাণয়তা থেকে উদ্ভব হয় সততা। মানুষের নৈতিকবোধ থেকে
নির্ধারিত হয় ভালো-মন্দের অনুভব। এই বোধ থেকে মানুষ ভালো বা মন্দ যাই হোক, তা মেনে
নিয়ে ন্যায়পরাণয়তায় অবিচল থাকাই হলো সততা।