খুরযুক্ত স্তন্যপায়ী
পায়ে খুর আছে এমন প্রাণী
ঊর্ধ্বক্রমবাচকতা
{ খুরযুক্ত স্তন্যপায়ী|
অমরাযুক্ত স্তন্যপায়ী |
স্তন্যপায়ী |
মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
ইংরেজি:
ungulate, hoofed mammal
ব্যাখ্যা: কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীর পায়ে খুর থাকে।
তবে সকল খুরযুক্ত প্রাণীর খুর একরকম হয় না। এই বিচারে খুরযুক্ত প্রাণীকে দুটি ভাগে
ভাগ করা হয়।
(odd-toed
ungulate, perissodactyl, perissodactyl mammal):
এদের প্রত্যেক পায়ে অসম সংখ্যক খুর থাকে।
সম-সংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী
(even-toed ungulate, artiodactyl, artiodactyl mammal)
:
এদের প্রত্যেক পায়ে সম
সংখ্যক খুর থাকে।