অসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী
অসমসংখ্যক খুরযুক্ত প্রাণী
ঊর্ধ্বক্রমবাচকতা।
{অসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী।
খুরযুক্ত স্তন্যপায়ী |
অমরাযুক্ত স্তন্যপায়ী |
স্তন্যপায়ী |
মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
ইংরেজি:
ungulate, hoofed mammal
ব্যাখ্যা: খুরযুক্ত স্তন্যপায়ীর
কোনো কোনো প্রজাতির প্রত্যেক পায়ের খুর সংখ্যা সমান থাকে না। খুর ছাড়া অন্যান্য
বৈশিষ্ট্যের কারণে, এদেরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-
-
ইকুইন
(equine, equid)
। এই জাতীয়
কিছু প্রজাতির প্রাণীর পা অস্ফীত, কিন্তু খুব সরু নয়। এদের শরীরের আবৃত পশম
সমান হয়, অস্ফীত লম্বা ঘাড়ে কেশর থাকে। এদেরকে ইকুইন গণে ফেলা হয়।