আইন
ব্যক্তির বিশ্বাসের দ্বারা প্রতিষ্ঠিত ব্যক্তিগত দর্শন।
ঊর্ধ্বক্রমবাচকতা { আইন | ধারণা | মত | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: idea

ব্যাখ্যা: প্রকৃষ্টরূপে কোনো বিষয় সম্পর্কে জানাটা হলো প্রজ্ঞা। প্রজ্ঞা মানুষের ভাবনাকে একটি সত্যাশ্রয়ী করে তোলে এবং এরই সূত্রে জন্ম নেয় বিশ্বাস। মানুষ যখন কোনো বিষয় সম্পর্কে দৃঢ়তার সাথে বলে, তখন সে তার বিশ্বাস থেকেই বলে। আর বিশ্বাস থেকে যা প্রকাশ পায় তাকে বলা হয় মত। মত সম্পূর্ণ ব্যাক্তি বিশেষের কথা। এই ব্যক্তি ইচ্ছার মধ্য দিয়ে তার ধারণার প্রকাশ ঘটে। মূলত মত প্রকাশ হলো ধারণার বহিঃপ্রকাশ।