লেগুম বীজ
লেগুম জাতীয় উদ্ভিদে বীজ, যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা  { |  লেগুম বীজ | সবজি  | সবুজ খাদ্য | কঠিন খাদ্য | কঠিন পদার্থ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: legume
সমার্থক শব্দাবলি: লেগুম, লেগুম বীজ

ব্যাখ্যা: লেগুম জাতীয় উদ্ভিদের বীজ, যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এই জাতীয় উদ্ভিদের বীজ নানা প্রক্রিয়ার মাধ্যমে খাওয়ার উপযোগী করা হয়। ভেজে, পুড়িয়ে বা পানিতে সিদ্ধ করে, সুপ তৈরি করে, লেগুমের বীজ ব্যবহার করা হয়।