লিখিত বিষয়
লিখিত হয়েছে এমন বিষয়বস্তু।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
লিখন |
লিখিত যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা|
সত্তা|}
ইংরেজি:
matter
ব্যাখ্যা: লিখন প্রক্রিয়া মাধ্যমে যা লেখা হয়েছে, বা লেখা প্রস্তুত করা হয়েছে, মুদ্রণশিল্পে তাকে সাধারণভাবে
লিখন বিষয়বস্তু হিসেবে বিবেচনা করা হয়। লিখিত বিষয় নানা ধরনের হতে পারে। যেমন- পুস্তক বা পত্রিকার লিখিত বিষয়বস্তু,
বিজ্ঞাপন বা কর্মক্ষেত্রে ব্যবহৃত বিল, রশিদ ইত্যাদি, আদালতে প্রেরিত নানা লিখিত নথিপত্র ইত্যদি।
(text, textual matter):
বিবরণমূলক লিখিত
বিষয়বস্তু।
নথি ( document, written document, papers)
: বিভিন্ন অফিসে দাপ্তরিক কাজ বা
বাণিজ্যিক কাজের জন্য তৈরিকৃত লিখিত
বিষয়বস্তু তৈরি করা হয়।