খনিজপদার্থ
প্রাকৃতিকভাবে রসায়নিক প্রক্রিয়ায় গঠিত কঠিন সমজাতীয় অজৈব বস্তু।
ঊর্ধ্বক্রমবাচকতা {খনিজপদার্থ | খনিজবস্তু | ব্যবহার্য বস্তু | বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }
ইংরেজি:
material
ব্যাখ্যা: খনিতে নানা ধরনের কঠিন বস্তু থাকে। এর ভিতরে ব্যবহারের উপযোগী দ্রব্যগুলো রেখে বাকি সব অপদ্রব্য হিসেবে বাদ দেওয়া হয়। ব্যবহারের উপযোগী দ্রব্যগুলোকেই খনিজ পদার্থ বলা হয়। তবে খনিজ দ্রব্য নানা কাজের জন্য উপযুক্ত হতে পারে। কোনো বিশেষ ধরনের কাজের জন্য যত খনিজ পদার্থ পাওয়া যায়, তাদের রাসায়নিক গঠন একই রকম হয় এবং গুণের বিচারে সমরূপ হয়। এর ভিতরে যে সকল খনিজ পদার্থে মূলবান ধাতব পদার্থ থাকে এবং তা উত্তোলন এবং নিষ্কাসন লাভজনক হয়। আকরিকগুলো নানা নামে অভিহিত করা হয়। যেমন-