আকরিক
প্রাকৃতিকভাবে রসায়নিক প্রক্রিয়ায় গঠিত কঠিন সমজাতীয় অজৈব বস্তু।
ঊর্ধ্বক্রমবাচকতা
{আকরিক |
খনিজপদারথ
|
খনিজবস্তু
|
ব্যবহার্য বস্তু
|
বস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
| }
ইংরেজি:
ore
ব্যাখ্যা:
এমন এক ধরণের খনিজ পদার্থ যাতে মূল্যবান ধাতব পদার্থ থাকে।