অনুভাবন-সৌরভ
স্থানের সময়ের পরিস্থিতর সাধারণ অনুভব, যা মানুষের উপর প্রভাব বিস্তার করে।
ঊর্ধ্বক্রমবাচকতা { পরিবেশগত দশা | কাল দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: spirit, tone, feel, feeling, flavor, flavour, look, smell

ব্যাখ্যা: এই অনুভব পরিবেশের প্রভাবে সৃষ্টি হয়। মনোগত দশা সময়ের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। মানুষ বিভিন্ন  সময়ে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়। প্রতিটি মানুষ বর্তমান সময়ের পরিস্থিতর ভিতর দিয়ে যায়। এই সময়ের অনুভব বর্তমান কালের দশা। এরূপ হতে পারে বর্ষার অনুভব, যা বর্ষাকালের দশা। এরূপ হতে পারে অতীত কালের দশা। এই দশার সূত্রে একধরনের সার্বিক পরিস্থিতিগত অনুভবের সৃষ্টি হয়। এই অনুভব মানুষকে কখনো তীব্রভাবে আবেশিত করে। শরৎকালে বসে শীতকালের অনুভাবন-সৌরভ।