নিকট পূর্ব-পুরুষ
পিতা থেকে দূর অতীতের পূর্বপুরুষদের এমন একটি তালিকা, যেখান থেকে  কোনো বংশ ধরা সচল হয়েছে এবং যাঁর সাথে শেষ প্রজন্মের মানুষ তাঁর জন্ম-পরম্পরা রক্ষা করতে পারে।
ঊর্ধ্বক্রমবাচকতা { নিকট পূর্ব-পুরুষ | পূর্ব-পুরুষ | জ্ঞাতি | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
progenitor, primogenitor


ব্যাখ্যা: নিকট পূর্ব-পুরুষ সরাসরি শেষ পর্যজন্মের সাথে বংশগতির সাথে যুক্ত থাকে। তাই নিকট পূর্ব-পুরুষের নাম, পেশা পাওয়া যায়। এবং বংশতালিকায় এদের নাম এবং অল্পবিস্তর তথ্য পাওয়া যায়। এই তালিকায় সাধারণত থাকে প্রপিতামহ, পিতামহ, পিতা। এখানে সন্তানকে শেষ প্রজন্ম হিসেবে বিবেচনা করা হয়।