রেলপথ
সাধারণত রেল নামক পথের উপর দিয়ে বাণিজ্যিকভাবে যে সাধারণ
পরিবহনের কাজ পরিচালিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{রেলপথ |
সাধারণ পরিবাহক |
পরিবাহক |
ব্যবসায়িক প্রতিষ্ঠান |
ব্যবসায়িক উদ্যোগ |
সামাজিক সংগঠন |
সামাজিক দল |
দল |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
railway, railroad, railroad line, railway line, railway system ।
ব্যাখ্যা: কার্যকারণ বশত রেলপথ পথ নানা
ধরনের হতে পারে। যেমন- মেট্রোরেল, পাতালরেল।