সাবম্যাশিন গান
সহজে
বহনযোগ্য ম্যাশিনগান। একবারে সীমিত সংখ্যক স্বয়ংক্রিয়াভাবে গুলি বর্ষণ করা যায়।
ম্যাশিনগানের ক্ষুদ্র সংস্করণ হিসেবে একে সাবম্যাশিনগান বলা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সাবম্যাশিন গান|
ম্যাশিন গান
|
আগ্নেয়াস্ত্র
| বন্দুক|
অস্ত্র
|
যন্ত্র |
ডিভাইস
|
যন্ত্রীকরণ
|
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
submachine gun।
ব্যাখ্যা: নানা ধরনের বন্দুক ব্যবহৃত হয়। এর মধ্যে কিছু বন্দুক আছে, যেগুলো বাতাসের চাপ ব্যবহার করে গুলি, তীর, জল ইত্যাদি নিক্ষেপ করা হয়। কিছু বন্দুকে বারুদ বা বারুদের সাহায্যে গুলি নিক্ষেপ করা হয়।