এ্যাকুইটানিয়ান আমল
Aquitanian Age
২.৩০৩-২.৪৪০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ
এটি
মাইয়োসিন
অন্তঃযুগের
যুগের প্রথম আমল। ২ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার বৎসর
আগে
আগে এই আমলের সূচনা হয়েছিল এবং
২ কোটি ৪ লক্ষ্ ৪০ হাজার বৎসর
আগে এই
আমল শেষ হয়েছিল। ফ্রান্সের Aquitaine
অঞ্চলের নামানুসারে এই আমলের নামকরণ করা
হয়েছে। এই আমলের পরে শুরু হয়েছিল
বার্ডিগ্যালিয়ান আমল।
এই আমলের ২.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
এলিফ্যান্টিফর্ম্স্
অধবর্গ থেকে
এলিফ্যান্টিডা
থাকের প্রজাতির উদ্ভব হয়েছিল।
এই সময়েই
উদ্ভব হয়েছিল
এলিফ্যান্টোইডিয়া ঊর্ধ্ব-গোত্রের
প্রাণিকুল।
ফেলিডি গোত্রটি বিবর্তিত হয়ে ২.৩ থেকে ১.১৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো-