একপদ গালবাসন

যোগশাস্ত্রে বর্ণিত আসন বিশেষ।
 হিন্দু পৌরাণিক ঋষি 'গালব'-এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এটি
গালবাসন-এর  একটি বর্ধিত প্রকরণ।

 

পদ্ধতি

. প্রথমে পা দুটো সমান্তরাল করে, কোন সমতল স্থানে বসুন

. একটি ডান পায়ের অগ্রভাগ টেনে এনে বাম পায়ের উরুমূলে রাখুন এবং বাম হাত দ্বারা ডান পায়ের বৃদ্ধাঙ্গুল ধরুন

. এবার ডান হাতের তালু মাটির উপর স্থাপন করে, শরীরকে মাটির উপরে তুলুন

. উত্থিত অবস্থায় বাম পা ভূমির সমান্তরালে প্রসারিত থাকবেকিন্তু মাথা ও শরীরের উর্ধাংশ মাটির দিকে কিছুটা অবনমিত থাকবে

. এই অবস্থায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে, ২০ সেকেণ্ড স্থির হয়ে থাকুন এরপর উরু ও নিতম্ব মাটিতে নামিয়ে এনে, হাত ও পা বদল করে, আসনটি পুনরায় করুন
সবশেষে আসনটি ত্যাগ করে, ২০ সেকেণ্ড
শবাসনে বিশ্রাম নিনপরে আরও দুইবার আসনটি করুন 

 

সতর্কতা

উচ্চ-রক্তচাপের রোগী ও দুর্বল হৃদপিণ্ডের রোগীরা এই আসন করবেন না

 

উপকারিতা

. হাত, পা, কাঁধ পেটের পেশী সবল হয়

. পেটের মেদ কমেকোষ্ঠকাঠিন্য নিরাময় হয় ও পেটের বায়ু দূর হয়

. মস্তিষ্কে অধিক রক্তসঞ্চালনের কারণে স্মৃতি শক্তি বৃদ্ধি পায় ও মস্তিষ্কের অবসাদ দূর হয়


সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য
। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক