জালন্ধরবন্ধ
মুদ্রা
যোগশাস্ত্রে বর্ণিত এক প্রকার
মুদ্রা।
পদ্ধতি
১. এই মুদ্রাটি পদ্মাসন,
সুখাসন বা মণ্ডুকাসনে
বসেই করতে পারেন।
২. হাত দুটো হাঁটুর উপর
রাখুন। এবার উভয় বৃদ্ধা ও তর্জনীর সাহায্যে
জ্ঞানমুদ্রা
তৈরি করুন।
৩. এবার ঘাড় ও গলা শক্ত করে ৫ সেকেণ্ড ধরে শ্বাস নিতে নিতে মাথাকে কণ্ঠকূপে নামিয়ে
আনুন।
৪. এই অবস্থায় ৫ সেকেণ্ড
শ্বাস বন্ধ করে রাখুন।
৫. এবার ৫ সেকেণ্ড
স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন।
৬. এইভাবে পাঁচবার
অভ্যাস করে,
২৫ সেকেণ্ড
শবাসনে বিশ্রাম নিন।
উল্লেখ্য এই মুদ্রাটিতে
অভ্যস্থ হয়ে গেলে,
৫ বার থেকে সংখ্যা বাড়িয়ে
ক্রমান্বয়ে ৭ বা ১০ বার পর্যন্ত করতে পারেন।
উপকারিতা
১. এই মুদ্রায় ঘাড় ও
গলা সঙ্কুচিত হয়ে প্রসারিত হয়। ফলে এই দুই স্থান সতেজ হয়।
২. এই মুদ্রায় হৃদপিণ্ড
থেকে উত্থিত রক্তসঞ্চালন শিরাসমূহে এবং মস্তিস্কে রক্তসঞ্চালন নিয়ন্ত্রিত হয়।
নিষেধ :
১. ১২ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের জন্যও
মুদ্রাটি অভ্যাস করা বারণ।
২. ঋতুমতী না হওয়ার আগে মেয়েদের জন্য নিষিদ্ধ।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক
http://horoppayoga.wordpress.com/