সরিশ্চিয়া
ইংরেজি :
Saurischia
ডাইনোসরের একটি বর্গ বিশেষ।

গ্রিক Saurischia শব্দের অর্থ হলো টিকটিকি। এদের পেলভিসের গড়ন টিকটিকির মতো বলেই এর এরূপ নামকরণ করা হয়েছে। ১৮৮৮ সালে সিলি (Seeley) এর নামকরণ করেন। এর পিউবিস-এর উপরিভাগের সম্মুখ অংশ ইলিয়ামের দিকে ঢালুভাবে যুক্ত থাকে এবং ইশ্চিয়ামের সাথে একটি কৌণিক অবস্থান তৈরি করে। 

এই বর্গের ডাইনোসরগুলোকে মাংসাশী ও উদ্ভিদভোজীর বিচারে একে দুটি উপবর্গে ভাগ করা হয়েছে। এই উপবর্গ দুটি হলো- নামে পরিচিত Ceratosauria  ও Tetanurae

  Suborder : Ceratosauria (সেরাটোসোরিয়া)
এই উপবর্গের ডাইনোসরগুলোর পায়ের গড়ন ছিল পশুর পায়ের মতো। ট্রায়াসিক অধিযুগের শেষের দিকে এদের আবির্ভাব হয়েছিল। বিবর্তনের ধারায় এই উপবর্গের প্রাণীর সাথে পরবর্তী  সোরিশ্চিয়ান বর্গের প্রাণীর সাথে বিশেষ পার্থক্যের সৃষ্টি হয়েছিল।  এই বিচারে একে টেট্যানুরি উপবর্গের প্রজাতির সমজাতীয় বিবেচনা করা হয়। এর গোত্রের নাম Ceratosauridae

Suborder : Tetanurae  (টেট্যানুরি)
এই উপবর্গের প্রজাতিগুলোকে পাখির পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এদের পায়ে দুটি বা তিনটি আঙুল ছিল। এই নামের অর্থ হলো- পাখির পা (birds foot =Lat. aves "birds" + Gr. ther "beast" + Gr. pod- (pous) "foot" + -a)। ১৯৮৮ সালে এর নামকরণ করেন পল (Paul)। পাখির পায়ের মতো পা বিশিষ্ট ডাইনোসরকে এই নামে অভিহিত করা হয়। এই Avetheropoda-র অধঃস্তন শ্রেণীস্তর হিসাবে কার্নোসোরিয়া ও সেলুরোসোরিয়াকে দেখিয়ে থাকেন। প্রচলিত মতবাদে এই অতিরিক্ত বিভাজনকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। এক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে, এই উপবর্গের প্রজাতিসমূহকে দুটি ক্ষুদ্রবর্গে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটো হলো Theropoda এবং  Sauropodomorpha।   
   
  Infraorder : Theropoda  (থেরোপোডা)
থেরোপোডা শব্দের অর্থ হলো- পশুর মতো পা (beast-footed=Gr. ther "beast of prey, wild beast" + Gr. pod- (pous) "foot" + -a)। ১৮৮১ সালে এর নামকরণ করেন মার্শ (Marsh)। এদের গলা ছিল পাখির মতো। এরা ছিল দ্বিপদী এবং মাংসাশী। এদের অস্থিগুলো ছিল ফাঁপা। এই ক্ষুদ্রবর্গের ডাইনোসারগুলোকে দুটি অধিগোত্রে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটো হলো-সিলুরোসোরিয়া (Coelurosauria) ও কার্নোসোরিয়া (Carnosaurs)।
   
    Superfamily : Coelurosauria  (সিলুরোসোরিয়া)
এই অধিগোত্রের প্রজাতিগুলোর আকৃতি ছিল বেশ ছোট। এদের লেজ ছিল বিশাল এবং হিংস্র প্রকৃতির ছিল। এটি ৩টি গোত্রে বিভাজিত। এগুলো হলো-Maniraptora, OrnithomimidaeTyrannosauridae। 
 
    Superfamily : Carnosaurs (কার্নোসোরিয়া)
এই অধিগোত্রের প্রজাতিগুলোর প্রজাতিগুলোর আকৃতি ছিল বিশাল এবং প্রকৃতিতে ছিল অত্যন্ত হিংস্র। এটি ৩টি গোত্রে বিভাজিত। এগুলো হলো
Allosauridae(এ্যালোসোরিড), Carcharodontosauridae (ক্যারক্যারোডোনটোসোরিড) ও Sinraptoridae  (সিনর‌্যাপ্টোরিড)।
 
     
      Family : Allosauridae (এ্যালোসোরিড)  :
এই গোত্রের ডাইনোসরগুলো
জুরাসিক অধিযুগের শেষাংশ থেকে ক্রেটাসিয়াস অধিযুগের প্রথমার্ধ পর্যন্ত টিকে ছিল। ধারণা করা হয় দৈর্ঘ্যে এরা প্রায় ১৫ মিটার পর্যন্ত হতো।

Family : Carcharodontosauridae (ক্যারক্যারোডোনটোসোরিড)  :
এই এই গোত্রের ডাইনোসরগুলো
ক্রেটাসিয়াস  অধিযুগে উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এদের দৈর্ঘ্য ছিল প্রায় ১০-১২ মিটার।

Family : Sinraptoridae  (সিনর‌্যাপ্টোরিড) :
এই এই গোত্রের ডাইনোসরগুলো
ক্রেটাসিয়াস অধিযুগে উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। মধ্য ও শেষ  জুরাসিক অধিযুগে এরা এশিয়ার চীন-অঞ্চলে বসবাস করতো। এদের দের্ঘ্য ছিল প্রায় ৭-৯ মিটার।
       
  Infraorder : Sauropodomorpha (সোরোপোডোমোর্ফা)
এই  ক্ষুদ্র বর্গের প্রজাতিগুলো ছিল উদ্ভিদভোজী। পায়ের গঠন অনুসারে এই উপবর্গকে দুটি  অধিগোত্রে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটি হলো- Sauropoda Prosauropoda
       
      Superfamily : Sauropoda(সোরোপোডা)
এই অধিগোত্রের অধিভুক্ত প্রজাতিগুলোর পা ছিল টিকটিকির মতো। সেই কারণে এর এরূপ নামকরণ করা হয়েছে। এই ক্ষুদ্রবর্গের প্রজাতিগুলোকে মোট ৮টি গোত্রে বিভাজিত করা হয়েছে। এই গোত্রগুলো হলোVulcanodontidae, Cetiosauridae, Brachiosauridae, Camarasauridae, Diplodocidae, Euhelopodidae, Dicraeosauridae এবং Titanosauridae
       
      Superfamily : Prosauropoda (প্রোসোরোপোডা)
এই অধিগোত্রের অধিভুক্ত প্রজাতিগুলোর পা ছিল প্রায় টিকটিকির মতো। তবে বিজ্ঞানীরা মনে করেন যে, এই প্রজাতির পা যেরূপ ছিল, সেখান থেকেই পরবর্তী সময়ের প্রজাতিগুলোর পা টিকটিকির মতো হয়েছে। এই কারণে এর নামকরণ করা হয়েছে  Prosauropoda (পূর্ব- টিকটিকি-পদ)। এর অধঃস্তন গোত্রটি হলো-Plateosauridae

সরকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগদুটো হলো উদ্ভিদভোজী (যেমন: এ্যাকান্থোফোলিস) এবং মাংসাশী (যেমন: এ্যাকিলোব্যাটর)। চলাচলের উপযোগী অঙ্গ ও প্রকৃতির বিচারে এদেরকে দুটি ভাগে ভাগ করা হয়

 


 

সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/