হেরাক্লেজ নক্ষত্রমণ্ডল
ইংরেজি: Hercules Constellation
সংক্ষিপ্ত নাম:
Hercules Constellation
অবস্থান: উত্তর গোলার্ধের আকাশের একটি নক্ষত্রমণ্ডল। খ-গোলকের বীণা কর্কট, ও সপ্তর্ষি নক্ষত্রমণ্ডলের কাছে এর অবস্থান।

এর ল্যাটিন নাম
Hercules।  খ্রিষ্টপূর্ব ২৮০ অব্দে হেরাক্লেজ নক্ষত্রমণ্ডলীর সম্পর্কে প্রথম উল্লেখ পাওয়া যায়- টলেমির রচিত Almagest গ্রন্থে ২৮০। এই গ্রন্থে, এই নক্ষত্রমণ্ডল-সহ মোট ৪৮টি মূল নক্ষত্রমণ্ডলের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি এই নক্ষত্রমণ্ডলের নামকরণ করেছিলেন গ্রিক পৌরাণিক মহানায়ক হেরাক্লেজ-এর নামানুসারে। পরে ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানীরা এই নক্ষত্রমণ্ডলের নাম বহাল রাখেন।

বিষুবাংশ (RA) : ১৭ ঘণ্টা
বিষুবলম্ব (Dec) : ৩০ ডিগ্রি।

সৌরজগৎ থেকে এর দূরত্ব ৩৬০ আলোকবর্ষ।
এই নক্ষত্রমণ্ডলে তেমন উজ্জ্বল কোনো নক্ষত্র নেই। নিচে এই নক্ষত্রমণ্ডলের উল্লেখযোগ্য নক্ষত্রের তালিকা তুলে ধরা হলো।

এই নক্ষত্রমণ্ডলের রয়েছে M13 Globular Cluster

এই নক্ষত্রমণ্ডল জুড়ে রয়েছে প্রাচীন হ্যালো বলয়। এই বলয়ে রয়েছে মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্র BD +17° 3248। 
বর্তমানে এই নক্ষত্রটি হেরাক্লেজ নক্ষত্রমণ্ডলে দেখা যায়। এটি KIIvw শ্রেণির  নক্ষত্র সৌরজগৎ থেকে এই নক্ষত্রের দূরত্ব প্রায় ৯৬৮ আলোকবর্ষ। এই গ্যালাক্সির চারপাশে ঘিরে থাকা হ্যালো অঞ্চলে অবস্থিত। ধারণা করা হয়, আদি যুগের নক্ষত্র হওয়ার কারণে এই নক্ষত্রে ধাতুর পরিমাণ বেশ কম। সম্ভবত সূর্যের সমান বা তার চেয়ে কিছুটা কম। এই নক্ষত্রটি প্রতি ঘণ্টায় ১৪৬.৬ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে আসছে। সূর্যের চেয়ে এর নিজ অক্ষের উপর এর ঘূর্ণন গতি সামান্য  কম বা বেশী। উল্লেখ্য সূর্যের নিরক্ষীয় ঘূর্ণগতি ২ কিলোমিটার/সেকেণ্ড। নক্ষত্রটির তাপমাত্রা ৫২০০ কেলভিন। 
 


সূত্র :