১. সিস্টারনি: এগুলো সমান্তরালভাবে লম্বালম্বিভাবে থাকে। প্রস্থের দিকে চাপা এবং দৈর্ঘ্যের বিচারে সবগুলো সমান হয় না। তবে এরা নালিকার মতো হয়ে থাকে।
২. বড় গহ্বর: এগুলো সিস্টারনির কাছেই থাকে। তবে এদের আকার হয় গোলাকার থলির মতো। মূলত সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুওলের সৃষ্টি হয়।
৩. ক্ষুদ্র গহ্বর: এগুলো সিস্টারনির নিচের দিকে থাকে। এরা অপেক্ষাকৃত ক্ষুদ্র ও গোলাকার হয়ে থাকে।
গোলগি বস্তু হরমোন নিঃস্বরণ ও ভিটামিন তৈরিতে সহায়তা করে। কোনো কোনো গোলগি বস্তু ভিটামিন সি সঞ্চিত করে। পুরুষ প্রাণীর ক্ষেত্রে শুক্রাণুর অ্যাকোসোম তৈরিতে সহায়তা করে। এর বাইরেএ বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। লাইবোসোম তৈরিতে এদের প্রয়োজন হয়। লাইসোসোম উৎপাদন করে বলে গোলগি বস্তুকে অনেক সময় লাইপোকন্ড্রিয়া বা লিপোকন্ড্রিয়া বলা হয়। কোষপ্রাচীর গঠনে এদের বিশেষ ভূমিকা আছে। তাছাড়া কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে এরা সাহায্য করে। কোষস্থ অপ্রয়োজনীয় জল বের করে দেওয়ার ক্ষেত্রে এরা সাহায্য করে।