প্রোটিস্টা
Protista
জীবজগতের একটি রাজ্য বিশেষ। ১৮৮৬ খ্রিষ্টাব্দের এক কোষী প্রাণীদের নিয়ে গঠিত এই রাজ্যের প্রস্তাব করেছিলেন আর্নেস্ট হ্যাকেল। তিনি এই জীবরাজ্যেকে বিবেচনা করেছিলেন উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাকের যোগসূত্রী প্রজাতিসমূহের দল হিসেবে। এই জাতীয় জীবগুলোকে বিজ্ঞানসম্মত বিভাজনের ক্ষেত্রে
উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাকের ভিতরে ফেলা যায় না। এর মূলত
সু-প্রাণকেন্দ্রীয় কো -ভিত্তিক এককোষী। এই জাতীয় কোনো কোনো প্রজাতি দলবদ্ধভাবে বাস করে থাকে। এদের দেহে কোনো কলা পাওয়া যায় না।

ধারণা করা হয়,
ওরোসিরিয়ান অধিযুগ ১৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আদি জীবকণিকাগুলো সু-প্রাণকেন্দ্রীয় কোষের উপর ভিত্তি করে উন্নততর প্রজাতিতে পরিণত হয়। বিজ্ঞানীরা এই বিশেষ প্রজাতিগুলোকে ইউক্যারিয়েটা স্বক্ষেত্র হিসেবে শ্রেণিকরণ করেছেন।

ইউক্যারিয়েটা জীবকণিকাগুলো পরিবেশের সাথে অভিযোজনের সূত্রে, সাগর জলের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপ লাভ করেছিল। এর প্রাথমিক পর্যায়ে
স্টাথেরিয়ান অধিযুগগের ১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউক্যারিয়েটা জাতীয় কোষ ভিত্তিক জীবকণিকা থেকে প্রোটিস্টা রাজ্যের এককোষী জীবগুলোর উদ্ভব হয়েছিল।

এদের অনেক প্রজাতি দলবদ্ধভাবে বাস করে। কিছু কিছু প্রজাতি এতটাই ঘনিষ্টভাবে অবস্থান করে যে, দেখে মনে হয় বহুকোষী শৈবাল। এদের দেহ্
সু-প্রাণকেন্দ্রীয় কো দ্বারা গঠিত হওয়া, এদের দেহে প্রাণকেন্দ্র-সহ বিভিন্ন অঙ্গাণু পাওয়া যায়। কোনো কোনো প্রোটিস্টাতে একাধিক নিউক্লিয়াস থাকে। দুটি নিউক্লিয়াস দেখা যায় প্যারামিসিয়াম-দের দেহে। আবার ওপালিনা-তে পাওয়া যায় বহু নিউক্লিয়াস।

সাধারণত এরা পানিতে বাস করে। তবে অনেক প্রোটিস্টা আর্দ্র মাটিতে, প্রাণী ও উদ্ভিদ দেহে পাওয়া যায়। পানিতে বসবাসকারী অনেক প্রোটিস্টার দেহে এ্যামিবার মতো ক্ষণপদের দ্বারা চলাচল করে।

প্রজাতিভেদে এদের ভিতরে পাওয়া যায় জীব, উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য। যেমন অনেক প্রোটিষ্টার দেহে উদ্ভিদের মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়।

এদের বেশ কিছু প্রজাতি নিজেদের দেহকে বিভাজিত করে বংশ বৃদ্ধি করে। আবার অনেক প্রজাতি রয়েছে, যারা যৌন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে।
 


সূত্র: