স্টাথেরিয়ান অধিযুগ
Statherian
period
১৮০- ১৬০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
প্যালেপ্রোটারোজোয়িক যুগ-এর
চতুর্থ অধিযুগ।
গ্রিক statheros অর্থ হলো — সুদৃঢ়। মূলত পূর্বর্তী ওরোসিরিয়ান অধিযুগের শেষে এসে পৃথিবীর ভূত্বক অপেক্ষাকৃত সুদৃঢ় দশায় পৌঁছেছিল। তাই এই অধিযুগের এরূপ নামকরণ করা হয়েছিল।
১৮০
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
কেনোরল্যান্ড মহা-মহাদেশ
পুনর্বিন্যাসিত হয়ে নতুন রূপ লাভ করে। এই
মহাদেশের নামকরণ করা হয়েছে—
কলাম্বিয়া মহা-মহাদেশ (Columbia
supercontinent)।
ভূতত্ত্ববিদ
J.J.W. Rogers
এবং
M. Santosh
এর মতে, এর অস্তিত্ব ছিল ১৮০
কোটি থেকে ১৫০ কোটি বৎসরের ভিতরে। ধারণা করা হয়,
এই মহাদেশটি উত্তর-দক্ষিণ বরাবর ছিল ১২,৯০০ কিলোমিটার (৮০০০ মাইল) এবং পাশাপাশি
ছিল ৪৮০০ কিলোমিটার (৩০০০ মিটার)। এই সময় ভারতে পূর্ব-উপকূল উত্তর আমেরিকার
পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত ছিল। আর অন্যদিকে
অস্ট্রেলিয়া, কানাডা যুক্ত
ছিল। দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল ব্রাজিলকে ঘিরে আবর্তিত অবস্থায় ছিল।
এই সময় উল্কাপাতের কারণে কানাডার ওন্টারিও খাদের সৃষ্টি হয়েছিল।
১৮০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে
আট্লান্টিকা মহাদেশ
থেকে এই মহাদেশ
পৃথক হতে শুরু করে। এই বিভাজনের সূত্রে সাইবেরিয়া, বাল্টিকা, গ্রিনল্যান্ড এবং
উত্তর আমেরিকা নিয়ে পূর্ণাঙ্গ নেনা মহাদেশের অবয়ব স্পষ্ট হয়ে উঠে।
১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে লাউরেনশিয়া এবং বাল্টিকা যুক্ত হয়। পরে এর সাথে যুক্ত হয়েছিল সাইবেরিয়া।
কলাম্বিয়া মহা-মহাদেশের সৃষ্টিদশার ভিতর দিয়ে পালেপ্রোটারোজোয়িক যুগের পরিসমাপ্তি ঘটে। এরপর শুরু হয় প্রোটেরোজোয়িক কালের অন্তর্গত মেসোপ্রোটোজোয়িক যুগ।
জীবজগৎ ও তার ক্রমবিবর্তন
১৮০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে
প্রোটিস্টা
রাজ্যের এককোষী জীবগুলোর উদ্ভব হয়েছিল।
প্রোটিস্টা
রাজ্যের বেশ কিছু প্রজাতির দেহ্
সু-প্রাণকেন্দ্রীয় কোষ
দ্বারা গঠিত হওয়া, এদের দেহকোষ অপেক্ষাকৃত জটিল হয়ে
পড়েছিল। এদের কোনো কোনো প্রজাতির দেহে ক্লোরোপ্লাস্ট ছিল। এর ফলে এরা সালোকসংশ্লেষণ
পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারতো। এই সময়ের প্রিটিস্টদের দেহকোষস্থ মাইটোকোন্ড্রিয়া
এই খাদ্যকে অণু পর্যায়ে ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। এই ভাঙনের সূত্রে প্রাপ্ত শক্তিকে
প্রোটিস্টা জীবনীশক্তি হিসেবে ব্যবহার করতো।
কিন্তু বহুকোষী না হওয়া এদেরকে উদ্ভিদ জগতে প্রবেশ করতে পারে নি।
এদের বেশ কিছু প্রজাতি নিজেদের দেহকে বিভাজিত করে বংশ বৃদ্ধি করা শুরু করেছিল।
তবে আবার অনেক প্রজাতি ছিল, যারা যৌন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করতো। এই সূত্রে বলা
হয়, জীবজগতে যৌন আচরণ শুরু হয়েছিল ১৮০ থেকে ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।
সূত্র :