স্টাথেরিয়ান অধিযুগ
Statherian period
১৮০- ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
প্যালেপ্রোটারোজোয়িক যুগ-এর চতুর্থ অধিযুগ।

গ্রিক statheros অর্থ হলো সুদৃঢ়। মূলত পূর্বর্তী ওরোসিরিয়ান অধিযুগের শেষে এসে পৃথিবীর ভূত্বক অপেক্ষাকৃত সুদৃঢ় দশায় পৌঁছেছিল। তাই এই অধিযুগের এরূপ নামকরণ করা হয়েছিল।

কলাম্বিয়া মহা-মহাদেশের সৃষ্টিদশার ভিতর দিয়ে পালেপ্রোটারোজোয়িক যুগের পরিসমাপ্তি ঘটে। এরপর শুরু হয় প্রোটেরোজোয়িক কালের অন্তর্গত মেসোপ্রোটোজোয়িক যুগ।

জীবজগৎ ও তার ক্রমবিবর্তন
০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্রোটিস্টা রাজ্যের এককোষী জীবগুলোর উদ্ভব হয়েছিল। প্রোটিস্টা রাজ্যের বেশ কিছু প্রজাতির দেহ্ সু-প্রাণকেন্দ্রীয় কো দ্বারা গঠিত হওয়া, এদের দেহকোষ অপেক্ষাকৃত জটিল হয়ে পড়েছিল। এদের কোনো কোনো প্রজাতির দেহে ক্লোরোপ্লাস্ট ছিল। এর ফলে এরা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারতো। এই সময়ের প্রিটিস্টদের দেহকোষস্থ মাইটোকোন্ড্রিয়া এই খাদ্যকে অণু পর্যায়ে ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। এই ভাঙনের সূত্রে প্রাপ্ত শক্তিকে প্রোটিস্টা জীবনীশক্তি হিসেবে ব্যবহার করতো।

কিন্তু বহুকোষী না হওয়া এদেরকে উদ্ভিদ জগতে প্রবেশ করতে পারে নি।
এদের বেশ কিছু প্রজাতি নিজেদের দেহকে বিভাজিত করে বংশ বৃদ্ধি করা শুরু করেছিল। তবে আবার অনেক প্রজাতি ছিল, যারা যৌন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করতো। এই সূত্রে বলা হয়, জীবজগতে যৌন আচরণ শুরু হয়েছিল ১৮০ থেকে ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।


সূত্র :