হাইড্রোক্সিল
hydroxyl

রাসায়নিক যৌগমূলক বিশেষ। এর সংকেত
-OHরসায়ন বিজ্ঞানে সম্পৃক্ত বা অসম্পৃক্ত এ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অণু  এ্যারোমেটিক হাইড্রোকার্বন অণুর পার্শ্ব-শিকলের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক (-OH) দ্বারা প্রতিস্থাপিত হলে যে সব যৌগ তৈরি হয়, তাদের সাধারণ নাম এ্যালকোহল। রসায়ন বিজ্ঞানে এ্যালকোহলের সঙ্কেত হিসেবে উল্লেখ করা হয় R−OH

রসায়ন বিজ্ঞানে হাইড্রোক্সিল মূলক যুক্ত যৌগিক পদার্থকে নানাভাবে বিচার করা হয়। এসব ক্ষেত্রে  উৎপন্ন যৌগিক পদার্থগুলোকে এ্যালকোহলের প্রকরণ হিসেবে বিবেচনা করা হয়। গাঠনিক বিচারে এ্যালকোহল দুই প্রকারের হয়ে থাকে।

এ্যাকোহল অণুতে এক বা একাধিক হাইড্রোক্সিল মূলক (-OH) যুক্ত থাকতে পারে। হাইড্রোক্সিল মূলকের সংখ্যার বিচারে এ্যালকোহলকে চারটি ভাগে ভাগ করা হয়।  প্রকার। যথা


সূত্র :