কিক
বানান বিশ্লেষণ: অ+ক্+ই+ক্+অ
উচ্চারণ:
[.ি] [ɔ.kik]
শব্দ-উৎস:
আরবি عقيق  আক্বীক্ব>বাংলা আকিক>অকিক।
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা 

সমনাম: সোলাইমানি পাথর
ইংরেজি: Agate
সংস্কৃত: হলেক
 

ইয়ামনী আরবী আকিক, সংস্কৃত হলেক রত্ন বিশেষ ইহুদী, খ্রিষ্টান ও ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন যে, হযরত সুলায়মান এই পাথর ব্যবহার করতেন সেই কারণে এই পাথরের অপর নাম- সোলেমানি কিক আফগানিস্থান, আরব, ইয়েমেন, কানাডা, ব্রাজিল, রাশিয়া প্রভৃতি দেশে এই পাথর পাওয়া যায়


এটি একটি স্ফটিকমণি (quartz)  গ্রুপের শ্বেতাভমণি এর উপাদান-সিলিকন ডাইঅক্সাইড (SiO2) এর আপেক্ষিক গুরুত্ব- ২.৬০-২.৬৫, কাঠিন্যতা- ৬.৫-৭, প্রতিসরাঙ্ক- ১.৫৪৪-১.৫৫৩ এর নিজস্ব বিচ্ছুরণ নাই কিক নানা বর্ণের হয়ে থাকে এ বর্ণগুলি হলো- কালো, নীল, পীতাভ, বাদামী, লাল, সবুজ, সাদা, হলুদ ইত্যাদি এই সকল রঙগুলি আয়রণ অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড ইত্যাদি অণুর সংমিশ্রণের কারণে সৃষ্টি হয় এর পৃষ্ঠদেশ মসৃণ ও খুবই উজ্জ্বল হয়ে থাকে বিভিন্ন বর্ণের আকিকের উপর সমান্তরাল রেখা বা অর্ধচন্দ্রাকারের রেখা দেখা যায়


অনেকের মতে, হযরত মুহম্মদ (স:) -এই পাথর ব্যবহার করতেন এই কারণে, ইসলাম ধর্মাবলম্বীদের অনেকে এই পাথর ধারণকে সুন্নত মনে করেন পৌত্তালিক দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে, অনেক মুসলমান মনে করেন এই পাথরের ব্যবহারে সুখ-সম্পদ বৃদ্ধি পায়, যাদু-টোনা, দুর্ঘটনা প্রভৃতি থেকে রক্ষা পাওয়া যায় অনেকে চোখের জন্য উপকারী পাথর হিসাবে বিবেচনা করেন জ্যোতিষীরা মনে করেন, এই পাথর মহিলাদের চুলে বঁধে দিলে প্রসব বেদনা ত্বরান্বিত হয় এবং সহজে সন্তান প্রসব হয় জ্যোতিষশাস্ত্রে এটি একটি সাফল্য ও সৌভাগ্যবর্ধক রত্ন হিসাবে বিবেচনা করা হয়