শ্বেতাভমণি
ইংরেজি :
chalcedony।
রত্ন
বিশেষ।
একপ্রকার
অস্বচ্ছ
বা
অর্ধস্বচ্ছ
স্ফটিকমণি।
অন্যান্য স্ফটিকমণির মতোই এরও মূল উপাদান সিলিকা
(silicon dioxide, SiO2)।
মূলত এই স্ফটিকের সাথে
আয়রণ অক্সাইড,
ম্যাঙ্গানিজ অক্সাইড
জাতীয়া উপাদান মিশ্রণের ফলে, এই
রত্নের রং,
দুধ সাদা বা ধূসরাভ, ধূসরাভ নীল ইত্যাদি থাকে। এর সাথে বাদামি বা কালচে বাদামি আভাও
দেখা যায়। এই শ্রেণির রত্নগুলো হলো—
অকিক
(agate)
জ্যোতিরস
(Blood
Stone)
পরেশমণি
(Onyx)