মনরঙ্গ
(খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ)
ধ্রুপদ ও খেয়ালের শিল্পী এবং সঙ্গীত রচয়িতা।

মনরঙ্গের জন্মবিত্তান্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তিনি সদারঙ্গের (নিয়ামত খাঁ) শিষ্য ছিলেন।  সদারঙ্গের কাছে খেয়াল ও ধ্রুপদের পাঠ নিয়েছিলেন। তবে তিনি দ্বাদশ মোগল সম্রাট মুহাম্মদ শাহের (রাজত্বকাল ১৭১৯-১৭৪৮), দরবারে স্থান পেয়েছিলেন কিনা জানা যায় না। তিনি নূতন ধরনের সাদরা গানের স্রষ্টা বলে বিবেচনা করা হয়। এছাড়া তিনি বিলম্বিত ত্রিতালে কিছু ধ্রুপদ রচনা করেছিলেন। এই ধ্রুপদের চার তুক ছিল। তবে এই ধ্রুপদের চলন মূল ধ্রুপদের মতো অতটা গম্ভীর ছিল না।

মনরঙ্গের রচিত গানের নমুনা