৪৮বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৫৪ বঙ্গাব্দ (সোমবার ২৬ মে ১৯৪৭ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৫৫ বঙ্গাব্দ (সোমবার ২৪ শে মে ১৯৪৮ খ্রিষ্টাব্দ)


২৬-৩১ মে ১৯৪৭ (১১-১৬ জ্যৈষ্ঠ ১৩৫৪)
নজরুলের ৪৮ বৎসর অতিক্রান্ত বয়সের শুরু থেকেই নজরুল সম্বিতহারা ছিলেন। তাঁর চিকিৎসার জন্য তেমন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা জানা যায় না।

২৬ মে (সোমবার ১১ জ্যৈষ্ঠ ১৩৫৪), বাংলাদেশের বিভিন্ন জায়গায় নজরুলের ৪৯তম জন্মবার্ষিকী পালিত হয়। বিশেষ করে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সংগঠনের কার্যালয়ে সাড়ম্বরে জন্মবারযিকী পালিত হয়েছিল।

জুন ১৯৪৭ (১৭ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।

জুলাই ১৯৪৭ (১৭ আষাঢ়-১৪ শ্রাবণ ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।

আগষ্ট ১৯৪৭ (১৫ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।

এই মাসে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়। এই সূত্রে ১৪ আগষ্ট (বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৩৫৪), পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আর ভারত প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে ১৫ আগষ্ট (শুক্রবার ২৮ শ্রাবণ ১৩৫৪)। এই বিভাজনের সূত্রে জন্মগত সূত্রে ভারতীয় নাগরিক হন। প্রাদেশিক অবস্থানের বিচারে নজরুল পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে স্বীকৃত হন।

সেপ্টেম্বর ১৯৪৭ (১৫ ভাদ্র- ১৩ আশ্বিন ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেকর্ডে প্রকাশিত গান অক্টোবর ১৯৪৭ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই মাসে রেকর্ডে প্রকাশিত গান নভেম্বর ১৯৪৭ (১৫ কার্তিক -১৪ অগ্রহায়ণ ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

২২ শে নভেম্বর (শনিবার ৬ অগ্রহায়ণ ১৩৫৪), পশ্চিমবঙ্গ সরকার নজরুলের ভাতা প্রদান অব্যাহত রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান ডিসেম্বর ১৯৪৭ (১৫ অগ্রহায়ণ- ১৫ পৌষ ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।  এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।

জানুয়ারি ১৯৪৮ (১৬ পৌষ- ১৭ মাঘ ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।  এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।

ফেব্রুয়ারি ১৯৪৮ (১৮ মাঘ -১৬ ফাল্গুন ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান। মার্চ ১৯৪৮ (১৭ ফাল্গুন-১৮ চৈত্র ১৩৫৪)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।  এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। এপ্রিল ১৯৪৮ (১৯ চৈত্র ১৩৫৪-১৭ বৈশাখ ১৩৫৫)
এই মাসে নজরুলের শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল।  এই মাসে নজরুলের রচনা পত্রিকায়, রেকর্ডে বা গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। ১ এপ্রিল (বৃহস্পতিবার ১৯ চৈত্র ১৩৫৫), হবীবুল্লাহ বাহারের প্রচেষ্টায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার নজরুলের জন্য একশত পঞ্চাশ টাকা বিশেষ মাসোহারার মঞ্জুর করেন। এই দিন নজরুলের বাজেয়াপ্ত কাব্যগ্রন্থ প্রলয় শিখার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। গেজেট নম্বর ছিল ৮৫ পি আর। এই মাসে রেকর্ডে প্রকাশিত গান। ১- ২৪ মে ১৯৪৭ (১৮ বৈশাখ -১০ জ্যৈষ্ঠ ১৩৫৫)
নজরুলের ৪৭ বৎসর অতিক্রান্ত বয়সের শেষ কয়েক দিনে, তাঁর শারীরিক ও মানসিক অবস্থা অপরবর্তনীয় অবস্থায় ছিল। এই সময় তাঁর কোনো রচনা গ্রন্থাকারে, রেকর্ডে বা পত্রিকায় প্রকাশিত হয় নি।