রুক্মিনী মিলন
মহেন্দ্রনাথ গুপ্তের রচিত
রেকর্ড নাটক।
১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি
মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল।
তিনটি রেকর্ডে (এন ১৭২৩৯, এন ১৭২৪১ ও ১৭২৪২ ) ও প্রকাশিত এই
নাটকে নজরুলের রচিত ৬টি গান প্রকাশিত হয়েছিল। গানগুলো হলো-
- এন ১৭২৩৯। চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]
- হে কৃষ্ণ চাঁদ দাসীর হৃদয় [তথ্য]
- আরো কত দূর [তথ্য]
-
এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী'র। সহচরীদের গান]
-
দ্বারকায় সাগর তীর হতে সই
[তথ্য]
-
নমো যাদব নমো মাধব নমো [তথ্য]
-
তুমি কি পাষাণ বিগ্রহ [তথ্য]
চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]
-
এন ১৭২৪২।
চরিত্র: রুক্মিণী'র।
সহচরীদের গান]
-
যুগল মুরতি দেখে জুড়ালো আঁখি [তথ্য]