নজরুল সঙ্গীতকোষ
লেটোগানের সূচি
অঙ্গদ, পাদপ পাথর আনিল বিস্তর
[তথ্য]
অঙ্গাধীপ মহারাজ, আমি চাই দান
[তথ্য]
অতিথি এসেছে এক মোদের কুটিরে
[তথ্য]
অনুরাগের পায়রী আমার, অভিমানে উড়ে গেল
[তথ্য]
অন্তর কাঁদালি বাপ যাদু রে
[তথ্য]
অবেলাতে, জল আনিতে, সই লো সই পথে কালা
[তথ্য]
অবেলায় যমুনার কূলে, কে আবার বাজায় লো বাঁশি
[তথ্য]
অশোক কাননে আমি এখনি যাইব
[তথ্য]
আই লো, আই সতীন-রা আম খাবি তো আয়
[তথ্য]
আগ্রা প্রাসাদ ছেড়ে, দারা চলে যায়, হায় রে হায়
[তথ্য]
আজি পড়িয়া বিপাকে, অনুরোধ তোমাকে
[তথ্য]
আব্বা গেছেন হজ করতে মক্কা মদিনা
[তথ্য]
আমায় উপায় বল লো ললিতে
[তথ্য]
আমরা যে ভাই বানর মারা
[তথ্য]
আমরা যে ভাই হনুমারা [গান-২৭৬১]
[তথ্য]
আমার অসাধ্য কি আছে ধর্মরাজন
[তথ্য]
আমার এই টাটকা লুচি, দিই গো কারে
[তথ্য]
আমার এই-রূপ আগুনে পুড়বে এসে কত জনা
[তথ্য]
আমার কান দুটো ধরে, বলে গেছে বাবা
[তথ্য]
আমার গলার হার খুলে লে
[তথ্য]
আমার গীতের সুর ও লহরি তব হৃদি মাঝে বাজে
[তথ্য]
আমার নীল বরজের পান
[তথ্য]
আমার বিয়ের শখ মিটেছে, দাদার বিয়ে দিয়ে
[তথ্য]
আমার ভিজে গেল আঁচলখানি চোখের জলে লো
[তথ্য]
আমারে কে আসতে বলেছে রে কালা
[তথ্য]
আমি আল্লার ফকির, করি জিকির, কাঁকসাতে হয় মোর মোকাম
[তথ্য]
আমি এলাম সবার আগে, বাবাতো কই এলো না
[তথ্য]
আমি কর্ণ অঙ্গাধীপ, দাতা বলে মোরে
[তথ্য]
আমি কর্ণ সেনাপতি, কুরুক্ষেত্র রণে
[তথ্য]
আমি কুন্তী, ভোজ কন্যা ছিনু ভোজপুরে
[তথ্য]
(আমি) কোন পথে সখি, যাব গো, কোন পথে সখি যাব
[তথ্য]
আমি চাষা এসেছি ভাই চাষ করতে
[তথ্য]
আমি নহি শুধু পাণ্ডব জননী
[তথ্য]
আমি প্রথমে বন্দনা করি তোমারি ওগো বারী তালা
[তথ্য]
আমি বাছুরী খুঁজে বেড়াই গো
[তথ্য]
আমি বাছুরী তোমার বেঁধে রেখেছি
[তথ্য]
(আমি) রাজকন্যার খোঁজে যাব সাত সাগর পার
[তথ্য]
আমি সূর্য, তব পিতা, তুমি সুত মোর
[তথ্য]
আমি সেয়ানা বিটি
[তথ্য]
আমি স্বপ্ন দেখিলাম গো
[তথ্য]
আমি হই মুচি ঘৃণ্য অশুচি, শোন শোন মহারাজ
[তথ্য]
আয় পাষণ্ড যুদ্ধ দে তুই
[তথ্য]
আয় কর্ণ, আয় মোর সাথে ত্যাজি দুর্যোধন
[তথ্য]
আয় লো আয়, আয় সজনী, আয় সজনী, আয় নদীর কূলে
[তথ্য]
আয় লো, পাড়ার বৌ ঝিরা, কাজল পরবি আয়
[তথ্য]
আয় লো সখি, ফুল বাগানে, ফুল তুলিতে যায়
[তথ্য]
আর আমায় বাঁধিস না করে, ওগো ও মা নন্দরানী
[তথ্য]
আর কতদিন থাকব দুখে অশোক কাননে
[তথ্য]
আর বাঁশি, — আর বাঁশি বাজাও না কালিয়া
[তথ্য]
আর বাঁশি বাজাও না শ্যাম হে
[তথ্য]
আল্লা আমার মাথার মুকুট, রসুল গলার হার
[তথ্য]
আশা পথে চাইবে কত এ বিরাহিনী
[তথ্য]
আসর বন্দি আগে নামেতে তোমার
[তথ্য]
আসুন, আসুন, আসুন, রাজন, আসুন তপোবনে
[তথ্য]
আসুন হে দ্বিজবর, বসুন আহারে
[তথ্য]
আহা কি ফুল ফুটেছে, এই তপোবনে
[তথ্য]
আহা! রাধা সুন্দরী, রাধা সুন্দরী
[তথ্য]
আহা রে বাঁশি, রাধা নামে সাধা বাঁশি
[তথ্য]
ইন্দ্রজিৎ মোর নাম, জানে দেবাকুল
[তথ্য]
ইন্দ্রজিৎ মোর নাম, জানে দেবাকুল
[তথ্য]
ইয়ারে দিবি গো মোরাগো তবাফ দেহবাজখান [তথ্য]
ইসলামের বাণী লয়ে, কে এলো ধরাতে
[তথ্য]
উঠ, উঠ, লক্ষ্মণ, সুগ্রীব, জাম্বুবান
[তথ্য]
উত্তর দুয়ারে জাগে ধূম্রাক্ষ সুগ্রীব
[তথ্য]
এ কি? ঐ ঐ দূরে, কর্ণ পাশে জননীরে দেখি
[তথ্য]
এ কি? পাণ্ডব জননী! তুমি হেথা, মোর কাছে
[তথ্য]
এ কি হেরি! রণভূমে, ধূলায় পড়ে
[তথ্য]
এই তো তোমার কমলা বাছুরী, পেলে ভেদি কাঁটা বন
[তথ্য]
এই বাংলাদেশে, আমরা দু'জন একমন এক প্রাণ
[তথ্য]
এক বাণে, রে পিশাচ করিব সংহার
[তথ্য]
একি! একি বিপদ!! একি বিপদ দয়াল নারায়ণ
[তথ্য]
একি! কিছুই বুঝিতে নারি! কর্ণ অগ্রজ সহোদর
[তথ্য]
একি দেবী, তব এ চরণপদ্ম, মোর চরণসম
[তথ্য]
একে এবার রোগে ধরেছে
[তথ্য]
এখন জানিনু আমি নহে সূত সুত
[তথ্য]
এত করে বুঝাইলাম, তবু বুঝলি না কেনে
[তথ্য]
এত বড় নাম, নাহি বলিবারে পারি
[তথ্য]
এলো ঝড়, এলো ঝড়
[তথ্য]
এসে হাওড়ার হাটে
[তথ্য]
এসো আপে বারি, ডাকি বারে বার
[তথ্য]
এসো এসো, কাছে এসো, হৃদয় রতন
[তথ্য]
এসো এসো বুকে ধরি
[তথ্য]
এসো গো মা সরস্বতী সর্বমঙ্গলা
[তথ্য]
ঐ, ঐ, ঐ আসে কর্ণ কৌরব সেনানী
[তথ্য]
ঐ দেখ, মুলতানি এক গাই
[তথ্য]
ও জেলো তুই গেলি সাগরে
[তথ্য]
ও তোতা পাখি রে, জানের জান, পাকা পেয়ারা
[তথ্য]
ও পাপিষ্ঠ, এই উচ্ছিষ্ট কেন না খাবি
[তথ্য]
ও বাছাধন, পেট বাজিয়ে, ঠ্যাং নড়িয়ে, লাফাও না অকারণ
[তথ্য]
ও বাবা, আবার দেখি বিরাট হাতি ঐ যে আছে দাঁড়িয়ে
[তথ্য]
ও বাবা ফকির সাহেব, তোমার কথা সত্য যে দেখছি
[তথ্য]
ও ভাই, নীলকুঠির ঐ নীলবাঁদর ছিল বদের সর্দার
[তথ্য]
ও রাজা, শকুন্তলার মনের খবর এনেছি
[তথ্য]
ও রে কপি সেনাদল, তোরা সব জয়ধ্বনি কর
[তথ্য]
ও রে তুই যে মায়ের চোখের মণি, মায়ের প্রাণের ধন
[তথ্য]
ও রে পালিয়ে চল, ও রে পালিয়ে চল
[তথ্য]
ও লো জেলেনী, আমার ভাত নাইরে ঘরে
[তথ্য]
ও সই, বেঁধেছে বিনুনী মোর নতুন ছাঁদে
[তথ্য]
ও সুজন, তু হলি মাঠের গোখ্রা, আমি পাহাড়ি চিতি
[তথ্য]
ও স্বপনপুরের রাজকুমার শোন শোন
[তথ্য]
ওগো রাজা, ওগো রাজা পিছন ফিরে চাও
[তথ্য]
ওরে আমার সোনা
[তথ্য]
ওরে ও বাঁশরি ছোঁড়া
[তথ্য]
ওরে ও বীরসুত রাখিলি না কথা
[তথ্য]
ওরে কে তোরা দুইজনে
[তথ্য]
(ওরে) ঠক্পুরের ঠক্, ধরতে এলি আকাশেরি চাঁদ
[তথ্য]
ওরে মানুষে মানুষে ভেদ নাই, সকল মানুষ ভাই ভাই
[তথ্য]
ওরে মেঘনাদ, প্রিয় পুত্র ধন
[তথ্য]
ওরে, মোর পুত্ররত্ন, বৃষকেতু বৃষকেতু
[তথ্য]
ওরে রাক্ষসেরি দল, এবার পালিয়ে চল, পালিয়ে চল
[তথ্য]
ওলো, আয় চলে আয়, সাঁঝের বেলায়, জল আনিতে যায়
[তথ্য]
ওলো কদম তলায় বাঁশি বাজে
[তথ্য]
ওস্তাদ, হারানো আংটির জবাব দিয়ে গেলাম এ আসরে
[তথ্য]
ওস্তাদজী, ভালোলোকের ছেলে, কি বলে গেলে
[তথ্য]
ওহে ওস্তাদ গোদাকবি, প্রশ্ন করি তোমায় এবে
[তথ্য]
ওহে ওস্তাদ বলে যাবে, কর্ণ কিবা দেখেছিল।
[তথ্য]
ওহে ওস্তাদ বলে যাবে, দাঁত দুটো কৃষ্ণ কেন নিলে
[তথ্য]
ওহে ছড়াদার, ওহে দ্যাট পাল্লাদার
[তথ্য]
ওহে, তোমরা মান করেছ দু'জনায়
[তথ্য]
ওহে নাগর শ্যাম-কালাচাঁদ
[তথ্য]
কথা কও না কেন বউ, আমার মনটা কেমন করছে
[তথ্য]
কথায় কথায় বহু কথা বলা যায়
[তথ্য]
কন্ব ঋষির কন্যা আমি, নামটি শকুন্তলা
[তথ্য]
কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন
[তথ্য]
কমলিনী রাধা, রাধা কমলিনী [গান-২৭৬৩]
[তথ্য]
কর প্রণাম চরণে
[তথ্য]
কর্ণ ভীমে মহারণ, কুরুক্ষেত্র রণে
[তথ্য]
কাঁটা চুরি করে আমার, যাবে কোথা যাদুধন
[তথ্য]
কাঁটা বন ভেঙে এখনি যাইব, যদিবা বাছুরী পাই
[তথ্য]
কাঁদিস্ নে মা
[তথ্য]
কানাই, বাছুরী তোমার এই বনে বাঁধা আছ
[তথ্য]
কার অভিশাপে হয়েছে পাষাণ
[তথ্য]
কালা, আমার নীলাম্বরী ভিজিয়ে দিলে যমুনার জলে
[তথ্য]
কি আশ্চর্য দেখলাম আমি
[তথ্য]
কি আশ্চর্য দেখলাম আমি
[তথ্য]
কি খেলা, খেলালে কালী মা, তুমি কি খেলা, খেলালে
[তথ্য]
কি গুণে হে গুণনিধি, মজাইলে অবলা
[তথ্য]
কি চিকিৎসা কর্লি বেটা ভুতুম কবিরাজ
[তথ্য]
কি দেখিলাম সামনেতে, ও বাবা পিলে ছমকে যায়
[তথ্য]
কি বলিলে জননী গো, ত্যাজি দুর্যোধন
[তথ্য]
কি রূপে মোচন হবে, এ শাপ দুর্গতি
[তথ্য]
কিছু টক কিছু ঝাল মাংস রেঁধেছি
[তথ্য]
কুলসুম, কুলসুম, সুন্দরী কুলসুম ও হে এ বাগের সোনা
[তথ্য]
কৃষ্ণ যার সখা
[তথ্য]
কৃষ্ণকে, কালো ব'লো না, কৃষ্ণ আমার নয় গো কালো
[তথ্য]
কে, কে তুমি জননী? নাহি দেখি মুখ
[তথ্য]
কে গো তুমি বাঁশি হাতে, বাঁশুরিয়া
[তথ্য]
কে জানে পুরুষের হিয়া হয় এত কঠিন
[তথ্য]
কেউটে নাচে, গোখ্রো নাচে, নাচে পদ্মমণি
[তথ্য]
কেমন ওস্তাদ হে তুমি, দেখব আজ সভাস্থলে
[তথ্য]
কেমনে থাকিবি ও রে কবরে একলা
[তথ্য]
কেমনে ধৈর্য ধরি, বল লো বল সহচরী
[তথ্য]
কোথা পাব বল না পাখি, আমার চলার সাথি
[তথ্য]
কোথায় আমার সিন্ধু আছে, সেথায় মোদের নিয়ে চল
[তথ্য]
কোন কিতাবে লেখা আছে, হারাম বাজনা গান
[তথ্য]
কোন ঘাটে চান করলি কানাই, গামছা কোথা হারালি
[তথ্য]
কোন পথে পালাল শালী, ফেলে সোনার ঘরকন্না
[তথ্য]
কৌরবের সেনাপতি পড়ে রণ মাঝে
[তথ্য]
কৌশল্যা কহেন রামে সজল নয়নে
[তথ্য]
খোদাকে স্মরণ কর, খোদাকে স্মরণ কর, কেঁদে কিবা ফল
[তথ্য]
খোদার লীলা কে বুঝিতে পারে, আহা কে বুঝিতে পারে
[তথ্য]
গদা ও শ্যামা আজি সেনাপতি সাজে
[তথ্য]
গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর
[তথ্য]
ঘর জামাই-এ বিয়ে করে ঘটল কি জঞ্জাল
[তথ্য]
ঘোড়া আমি ছেড়েছি এখানে
[তথ্য]
চন্দ্র এক, কেবল একা, আপে নৈরাকার
[তথ্য]
চল ওহে মন্ত্রী-সূত, স্বরাজ্যে ফিরে
[তথ্য]
চল চল কানু, এই পথে চল
[তথ্য]
চল্ চল্ চল্ লো সখি ফুল বাগানে যাই
[তথ্য]
চল চল চল সখিরা সরোবরে যাই
[তথ্য]
চলো মাতা চলো, চলো নিয়ে যাবে কোথা
[তথ্য]
চাঁদের আলো সম, রূপসী ছিলাম
[তথ্য]
চারা গাছে, ফল পেকেছে, তাড়া লো বুলবুলি তাড়া
[তথ্য]
চোরে আম ল'য়ে পালায়, চোরে আম ল'য়ে পালায়
[তথ্য]
ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে
[তথ্য]
ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর
[তথ্য]
ছিনু পাহাড়ি মেয়ে, ছিনু বনের পাখি
[তথ্য]
ছেলের হাতে দড়ি বেঁধে স্তন দেয় এক নারী
[তথ্য]
জল সর, জল সর, তোমরা, জল সর, জল সর
[তথ্য]
জাম্বুবান, জাম্বুবান, বুদ্ধি বৃহস্পতি
[তথ্য]
জীবন যাপন করিতে
[তথ্য]
জেলেনীর মাথাতে চম্পার ফুল লো জেলোনী
[তথ্য]
জেলো আমার মাছ ধরছে, রুই কাতলা, জেলো রে
[তথ্য]
জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে
[তথ্য]
জোয়াল কাঁধে বলদ চলে, আগে আগেতে
[তথ্য]
ঝড়, ঝড়, ঝড়, ঝড়
[তথ্য]
ডোমনী ডোবায় এলো জেলে জাল ফেলাতে
[তথ্য]
তপোবনে ফুল বাস ছড়ায় সুবাস
[তথ্য]
তবে শুনুন মহারাজ করি নিবেদন
[তথ্য]
তা-রে না-রে-না
[তথ্য]
তু যা যা যা যারে পাখি, যা রে উড়ে যা
[তথ্য]
তুমি দশরথ অযোধ্যাপতি, শুনেছি দয়ালু রাজা
[তথ্য]
তুমি দুঃখ দিতে ভালোবাসো
[তথ্য]
তুমি মোর চলার সাথি
[তথ্য]
তুমি মোর জননী? ধরেছ জঠরে?
[তথ্য]
তুমি যে আমার, আমি যে তোমার, নয়নে নয়নে জানি গো
[তথ্য]
তুমি যে আমার মনচোরা, চুরি করেছ মন
[তথ্য]
তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা
[তথ্য]
তৃতীয় পাণ্ডব আমি নামেতে অর্জুন
[তথ্য]
তেলের বাটি, গামছা হাতে, মোদের কাঁকালে কলসি গো
[তথ্য]
তোমরা এখন এমন করে ঝগড়া করো না
[তথ্য]
তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না
[তথ্য]
তোমায় করি গো প্রণতি, প্রণতি, করি গো প্রণতি
[তথ্য]
তোমার সেবায় মুগ্ধ আমি, ওহে বন ললনা
[তথ্য]
থাকব নাক বদ্ধ ঘরে , দেখব এবার জগৎটাকে
[তথ্য]
থাট্টিসে ফোর নাম্বার, হাতিসে বাগান
[তথ্য]
দক্ষিণ দুয়ারে সবে হলো অচেতন
[তথ্য]
দাও দখিনা, দাও গো বিদায়, কারবালাতে যায়
[তথ্য]
দাঁতাল হাতি মেরেছেন রাজা শব্দভেদি বাণে
[তথ্য]
দিল্লী সে দুলাহানা লায়ারে আয় বাবুজি
[তথ্য]
দেখ দেখ ভ্রাতাগণ, অদৃষ্টের কি দুর্ঘটন
[তথ্য]
দেখ দেখ সখি, ফুটেছে ফুল, ফুটেছে ফুল
[তথ্য]
দেখ, নয়ন মেলে, কর্মের অনুরূপ ফল তোর এখন
[তথ্য]
দেবরাজের রাজসভায় ইন্দ্র পুরে
[তথ্য]
দ্বিজবর, অতিথি নারায়ণ তাই মোরা জানি
[তথ্য]
ধন্য তুমি মহারাজ, অঙ্গরাজ্য স্বামী
[তথ্য]
ধন্য ধন্য ধন্য রে এই পায়রা পায়রী
[তথ্য]
ধন্য ধন্য বৃষকেতু, ধন্য আজ আমি
[তথ্য]
ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, চলিতেছে মহারণ
[তথ্য]
ধিক্ ধিক্ ধিক্, শত ধিক্ তোর, নির্লজ্জার প্রাণে
[তথ্য]
নমঃ মাগো বিষহরি, মা গো মনসা
[তথ্য]
নমঃ মাগো বিষহরি, মাগো মুনসা
[তথ্য]
নয় বনহরিণী, তব মন হরণী, তব মনোমোহিনী
[তথ্য]
নয়ন ভরিয়া দেখিলাম রূপ, তুলনা কি দিব তার
[তথ্য]
নহ কলঙ্কিনী, নহ কলঙ্কিনী
[তথ্য]
নহ কলঙ্কিনী, নহ কলঙ্কিনী (পাঠান্তর)
[তথ্য]
না, না, না, স্বামীর শাসন মানবো না
[তথ্য]
নাগনাগিনীর খেলা দেখাই, আমি বেদের মেয়ে
[তথ্য]
নামাজী, তোর নামাজ হলো রে ভুল
[তথ্য]
নিকুম্ভিলা যজ্ঞ করি আসিয়াছিল রয়ে
[তথ্য]
নিষ্প্রভ এই শশী, তব বদন-শশী বেরুল না হাসি, শশীমুখে
[তথ্য]
নী-আ-চুনা বেতু অ্যায় বেহেশ্তী রোয় মশগুলাম
[তথ্য]
নীল বাঁদরে, বাঙলা মায়ের কন্যা হরণ করেছে
[তথ্য]
নীল যমুনার কদম তলে বাঁশি বাজে গো
[তথ্য]
নুমো নুমো মা মুনসা চুরণে তুমার
[তথ্য]
নেগাবান হও রহমান আজি আমার আসরে
[তথ্য]
পড়েছ ফাঁদায় হে, এই বারে, সভার মাঝে
[তথ্য]
পয়সা হলো দেশের রাজা, যাই বলিহারী
[তথ্য]
পরনে শাড়ি লিব, না লিব গয়না
[তথ্য]
পার কর, পার কর আল্লা রব্বেল বারি
[তথ্য]
পালা রে, পালা রে পাখি, বনে আসছে পাখমারা
[তথ্য]
পালাস না রে, পালাস না রে সর্বহারার দল
[তথ্য]
পাল্লা-সাথে লেটোর ল্যাঠা লাগলো
[তথ্য]
পিরিত হলো শূল গো, পিরিত হলো শূল
[তথ্য]
পীর, সালাম করি, তব চরণে
[তথ্য]
পুণ্যতোয়া ভাগীরথী নীরে করি স্নান, করি সূর্য বন্দনা
[তথ্য]
পৃথিবী ভ্রমিবে ঘোড়া আপনার মনে
[তথ্য]
প্রণাম করি সর্বজনে, আজি এ লেটোর আসরে
[তথ্য]
প্রণাম প্রণাম ও হে দেবরাজ
[তথ্য]
প্রতিজ্ঞার কথা মন্ত্রীসূত, নাই স্মরণ আমার
[তথ্য]
প্রথম পার্থ মোর, চল মোর সাথে
[তথ্য]
প্রভু প্রভু প্রভু প্রভু কেন সৃজিলে মোরে
[তথ্য]
প্রমীলা প্রিয়ে, রণে যাব দাও
[তথ্য]
প্রাণে দিও না ব্যথা, ও হে রাধা বিনোদিনী
[তথ্য]
প্রিয়, তুমি হবে ঘোড়া, আমি হব তোমার সওয়ারি
[তথ্য]
ফাগুন বেলায়, এলে তুমি, আমার অঙ্গনে
[তথ্য]
ফাগুন বেলায়, বুঁইচি বনে, খেলতে খেলা গো
[তথ্য]
ফুল তুলিব সাজি ভ'রে, ফুল তুলিব আজ
[তথ্য]
ফুলের বাসে মন রাঙিল, ফুলের বাসে মন রাঙিল
[তথ্য]
ফোটা ফুল কে নিবি আয়, বোঁটা কাটা টাটকা তোলা
[তথ্য]
বড়ায়ি গো বল, কোথা সে বাছুরী আছে
[তথ্য]
বড়ায়ি লো, সহিতে পারি না আর
[তথ্য]
বল ওস্তাদ গোদাকবি, মেঘনাদ কেমনে মরিবে
[তথ্য]
বল, বল, ওস্তাদ, কি ইহার উপায় হইবে
[তথ্য]
বল বল ওহে ওস্তাদ কবিরাজ কি ঔষধ দিবে
[তথ্য]
বল বল ওহে ওস্তাদ লেটো গানের আসরেতে
[তথ্য]
বল বল ওহে ওস্তাদ হরি ডোমের কিবা হবে
[তথ্য]
বল, বল, বল ওস্তাদ, ইহার কি উপায় হইবে
[তথ্য]
বল বল বল ওস্তাদ, এই বানর ছানার কি হইবে
[তথ্য]
বল, বল, বল ওস্তাদ, কুলসুমের কি হইবে
[তথ্য]
বল, বল, বল ওস্তাদ দেবযানীর কি উপায় হবে
[তথ্য]
বল, বল, বল ওস্তাদ, পায়রা-পায়রীর কি হইল
[তথ্য]
বল বল বল ওস্তাদ, শকুন্তলা কোথায় গেল
[তথ্য]
বল, বল, বল ওস্তাদ শঙ্খ ঘণ্টা কেন না বাজিল
[তথ্য]
বল, বল, বল ওস্তাদ শ্রীরামচন্দ্রের কি হইবে
[তথ্য]
বলবো কি দুখের কথা, সুখের দিনে আজ
[তথ্য]
বলবো না মোর, মনের কথা কি যে
[তথ্য]
বলি, ওলো রাধে দেখবি আয়
[তথ্য]
(বলি) ওষুদ উঠেছে কেমন ঝাঁটা পড়া
[তথ্য]
বলি ওহে মনচোরা বংশীধারী [গান-২৭৬৪]
[তথ্য]
বাঁকা নদীর গতিক বোঝা ভার
[তথ্য]
বাজাও শঙ্খ, বাজাও ঘণ্টা, আকাশ পাতাল কাঁপায়ে
[তথ্য]
বাণে বাণে রণক্ষেত্রে হলো আঁধিয়ার
[তথ্য]
বিজয়ের মালা পর গলে হে, ওহে বীরচূড়ামণি
[তথ্য]
বিড়াল বলে মাছ খাব না
[তথ্য]
বীরপুত্র মেঘনাদ, পূজি গঙ্গাধরে
[তথ্য]
বুকেতে কে বাণ মারিল, পরান জ্বলে যায়
[তথ্য]
বুঝলাম নাথ এতদিনে, যুবকের ছলনা হে
[তথ্য]
বুড়ি কর্তামায়ের গলা ফুলা হয়েছে ভালো
[তথ্য]
বুড়ো ঘোড়া ডাকছিস যমে, এখন রে তোর দুঃসময়
[তথ্য]
বুড়ো জমিদার, ঘোড়া সেজে, জব্দ এইবারে
[তথ্য]
বুড়োকে উচিৎ শিক্ষা দিব আমি, জেনেও জানে না
[তথ্য]
বৃষকেতু ছিল শিশু, আর শিশু নাই
[তথ্য]
বেলা গেল, ও ললিতে, কৃষ্ণ এলো না
[তথ্য]
বৌ কথা কও, বৌ কথা কও
[তথ্য]
ব্রজশ্যাম হে, আর জনমে
[তথ্য]
ভক্তি হলো বড়, ও রানী মা আসল হলো ভক্তি
[তথ্য]
ভাই লেগেছে বড়ই মজা, লেগেছে বড়ই মজা
[তথ্য]
ভুল, ভুল, ভুল, ভুল শুনিয়াছি আমি ভুল
[তথ্য]
ভীমসেন বীর শঙ্খে ফু দেয়, নাড়া দেয় ঘণ্টায়
[তথ্য]
মজিয়া শিমুল ফুলে, সই লো সই, পরান গেল
[তথ্য]
মন কাঁদে মোর ছেড়ে যেতে এই তপোবন
[তথ্য]
মন চুরি করে আমার যাবে কোথা প্রাণধন
[তথ্য]
মন জুড়াতে জুড়ি নাই মোর, আমি বনমাঝে বনফুল
[তথ্য]
মন দুখের কথা মোড়ল, আমি বলবো কি তোমার কাছে
[তথ্য]
মন বাঁধা আছে আমার এলোকেশীর গামছাতে
[তথ্য]
মন ভোলাতে এসেছি, আমি বন কিশোরী
[তথ্য]
মন হরি নাম ভজ্বে কেমনে
[তথ্য]
মধু রাতি গো, মিলন সাথি গো
[তথ্য]
মরি, হায় হায় রে, কোকিল ডেকেছে
[তথ্য]
মরুর তরু তলে সখিনা ঘুমায়
[তথ্য]
মসজিদো মে, হ্যায় খোদা কে, মন্দিরো মে রাম হ্যায়
[তথ্য]
মা, মাগো, মা তুমি করেছ মোর লাজ নিবারণ
[তথ্য]
মাহেরম দাসরে মাহতাব
[তথ্য]
মিছে হবে কল্পনা, তোর মিছে হবে কল্পনা
[তথ্য]
মেরা দিল বেতাব কিয়া তেরে আব্রুয়ে কামান
[তথ্য]
মেষ চারণে যায় রে হাসিন আমিনা দুলাল
[তথ্য]
মোর এ ভরা যৌবন আমি তোমারে দিয়েছি প্রিয়
[তথ্য]
মোর এ যজ্ঞের ঘোড়া অতি সুশোভন
[তথ্য]
মোর চুলের কাঁটা চুরি করে, রেখেছিলে মনচোর
[তথ্য]
মোর মাঠের জমিতে [গান-২৭৬০]
[তথ্য]
মোরা নাগরী, মোরা মাধুরা নগরের নাগরী
[তথ্য]
মোরা পঞ্চ জনে, লতার বাঁধনে, বাঁধা এই তরু শাখে
[তথ্য]
মোরা ফুলের দেশের রানী গো, রানী গো
[তথ্য]
যাই যাই রাজপথে, শিশু আনিবারে
[তথ্য]
যাও বীর, যাও তুমি জননীর সনে
[তথ্য]
যাও যাও ছুটে যাও, ও কর্মবীর
[তথ্য]
যাব মুনির তপোবনে, যাব মুনির তপোবনে
[তথ্য]
যে পথ দিয়ে নিত্য তোমার, হয় যাওয়া আসা
[তথ্য]
যেথা যাই সেথা শুনি
[তথ্য]
যেয়ো না সুন্দরী লো প্রাণ
[তথ্য]
যৌবন ঢেউ এসে লাগিল, মোর দেহ যমুনার কূলে
[তথ্য]
রক্ষার ছেড়ে দে আশা মম সদনে
[তথ্য]
রন্ধন পটিয়সী কৃষ্ণা রাঁধেন বহুবিধ রন্ধন
[তথ্য]
রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং
[তথ্য]
রাক্ষস, নিশাচর, রাবণি মেঘনাদ
[তথ্য]
রাঙাদিদি রে, লাল টুকটুকে বৌ, আমার সনে আয় না
[তথ্য]
রাজা কংস মথুরাতে করে অত্যাচার
[তথ্য]
রাজা, শুচি কর মন, শুচি কর মন, শুচি কর তব মন
[তথ্য]
রাধে, তোর খাঁটি প্রেমের ভালোবাসা মাটিতে লুটায়
[তথ্য]
রামধনুকের দেশে প্রিয়া রাম ধনুকের দেশে
[তথ্য]
রে দুর্মতিগণ তোদের কেন এ দুর্ঘটন [গান-২৭৬২]
[তথ্য]
লেগেছে কেমন মজা, চলিছে টানাটানি
[তথ্য]
লোকে বলে আঁটকুড়ো রাজা, বলে, দেখ্ব না মুখ সকালে।
[তথ্য]
লোকে বলে রাধিকা সে কৃষ্ণ কলঙ্কিনী
[তথ্য]
লৌহ কারার দুয়ার ভাঙো, দুয়ার ভাঙো বন্দী আজি মহান রাজা
[তথ্য]
শঙ্খ বাজে না, ঘণ্টা বাজে না, একি হলো যদুপতি
[তথ্য]
শব্দভেদি শিখেছি, শব্দ শুনে ছুঁড়ব
[তথ্য]
শান্ত এ তপোবন শান্ত এ তপোবন
[তথ্য]
শিবা হয়ে পরাজিতে পশুরাজে সাধ
[তথ্য]
শুঁড়ি সাক্ষি মাতাল, আমার খ্যাতি
[তথ্য]
শুন শুন মন্ত্রী নন্দন
[তথ্য]
শোন ওস্তাদ শ্রী ভুবন, জবাব দিয়ে যাই
[তথ্য]
শোনো ওহে গোদাকবি প্রশ্ন করি তোমারে
[তথ্য]
শোনো রানী, লোকে মোরে দাতা কর্ণ বলে
[তথ্য]
শোন, শোন, অন্ধমুনি, সিন্ধু নহি আমি
[তথ্য]
শোন শোন ও ভারতবাসী, ও ভারতবাসী
[তথ্য]
শোন শোন ওস্তাদ, উতোর গেয়ে যায় [তথ্য]
শোন শোন চাচাজান বাড়ির বিবরণ
[তথ্য]
শোন শোন ব্রাহ্মণ পণ্ডিত আর মৌলভি সবে
[তথ্য]
শোন শোন সভাজন, রাজসূয় সমাপন
[তথ্য]
শোন শোন শোন ওস্তাদ মুক্তির তরে কে আসিল
[তথ্য]
শোন, শোন, শোন রাজা বলি তোমারে
[তথ্য]
শোন্ শোন্ শোন্ রে রাজা, উত্তর দিকে যা চলে
[তথ্য]
শোন, শোন, সীতা দেবী বলি গো তোমায়
[তথ্য]
শোন হে রাধিকে, বলি হে তোমাকে
[তথ্য]
শ্মশান চণ্ডাল, শ্মশান চণ্ডাল শোন, বলি গো তোমারে
[তথ্য]
সই লো সই, আমি মলে পোড়াস না তোরা
[তথ্য]
সংসার জীবন যাপন করিতে [গান-২৭৫৯]
[তথ্য]
[পাঠান্তর] [তথ্য]
সখা, সখা হের কর্ণের দশা, রথ ছাড়ি ঐ ধূলার পরে
[তথ্য]
সখি, আমি কাঁটা ঘেরা কেয়াফুল, কাঁটা ঘেরা কেয়াফুল
[তথ্য]
সখি, একেলা যাব না যমুনা
[তথ্য]
সখি, এতদিনে ফুটল তোমার বিয়ের ফুল
[তথ্য]
সখি কৃষ্ণ দরশনে যাব
[তথ্য]
সখি, চল চল ঐ কেয়া ঝাড়ের কাছে যাই
[তথ্য]
সখি, নিকুঞ্জ সাজানো, মোর বৃথা হলো
[তথ্য]
সখি নেচে নেচে আয়, যমুনাতে যায়
[তথ্য]
সখি, বল বল, কেমনে মান বজায় রয়
[তথ্য]
সখি, ফুল ফুটেছে শাখে শাখে অলির গুঞ্জরণ
[তথ্য]
সখি, মান ক'রো না, মুখ তুলে চাও, আসছে তোমার বর
[তথ্য]
সখি, যাব, যাব রাজার কাছে লয়ে তোমার কথা
[তথ্য]
সখি, রাধা রাধা নামে বাজে বাঁশরি
[তথ্য]
সখি রে, উপায় কি করি
[তথ্য]
সখি রে, মলয় বহিছে ধীরে উপবনে তরু শাখে
[তথ্য]
সখি লো, ফুল বনে, মনে দোলা লাগিল
[তথ্য]
সখিগণ চল, চল সরোবরে যাব
[তথ্য]
সখিরা শোন শোন ঐ দূরে বাজে বাঁশরি
[তথ্য]
সদা মন চাহে মদিনা যাব [তথ্য]
সব দিক দেখা সারা, এবার এই দিকেতে যায়
[তথ্য]
সর্ব প্রথম বন্দনা গাই, তোমারী ওগো বারি তালা
[তথ্য]
সাথি হারা পাখি আমি সুজন সাথি পেয়েছি
[তথ্য]
সাজ সাজ সাজ সেনাপতি, সাজ হে যত সৈন্যগণ
[তথ্য]
সাজে পাত্র, সাজে মিত্র, সাজে সৈন্য, রাজা যাবেন শিকারে
[তথ্য]
সাথি হারা পাখি আমি, চলার সাথি পেয়েছি
[তথ্য]
[পাঠান্তর: তথ্য]
সারা ভারত আজ, মোর করতলে
[তথ্য]
সিন্ধু, সিন্ধু, সিন্ধু, ওরে উথলিয়া ওঠে প্রাণ
[তথ্য]
সীতা, সীতা, সীতা মোর নয়নের তারা
[তথ্য]
হনুমান, বীর তুমি জানে সর্বজন
[তথ্য]
হবে, হবে, হবে তোরই সাথে কুলসুমের বিয়ে হবে
[তথ্য]
হরি এই তো বলার সময় বটে, হরি বল রে
[তথ্য]
হরিণ শিকার হয়েছে ভাই, ভোজ হবে আজ ভালো
[তথ্য]
হায় হোসেনা, হায় হোসেনা, রব উঠিছে কারবালায়
[তথ্য]
হে দেব নারায়ণ, হয়েছে অপরাধ, ক্ষমা কর তুমি মোরে
[তথ্য]
হে নিঠুর কালা, কতদিন জ্বালাবে বিচ্ছেদে
[তথ্য]
হে বীর জোয়ান, হে বীর জোয়ান, যাও যাও ছুটে যাও
[তথ্য]
হে রাজ বৈদ্য, হে রাজ বৈদ্য শীঘ্র হাজির হও
[তথ্য]
সুর-পাওয়া যায় এমন লেটো গানের তালিকা